নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ফিলিপাইনে জোড়া বিস্ফোরণে ৫ সেনা-সহ নিহত অন্তত ৯ জন এবং আহত ১৭ জন। দেশের দক্ষিণাঞ্চলের সুলু প্রদেশে ঘটেছে এই ভয়াবহ বিস্ফোরণ দুটি। ফিলিপাইনে একটি গির্জা ও বাজারে পরপর দুটি বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
দক্ষিণ ফিলিপাইনের সুলু প্রদেশের জোলোতে সোমবার দুপুরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অন্তত ৫ সেনা রয়েছে এবং সাধারণ নাগরিক ৪ জন এখনো পর্যন্ত পাওয়া খবরে।
প্রাথমিক ভাবে পাওয়া খবর, ফিলিপাইন সেনার পক্ষ থেকে বলা হয়েছে, সুলু প্রদেশের রাজধানী জোলো শহরে ব্যস্ত রাস্তার পাশে একটি বাজারে প্রথম বিস্ফোরণটি হয় দুপুর ১২ টা নাগাদ। প্রথম বিস্ফোরণের মোটামুটি ঘন্টা খানেক পর ঘটনাস্থল থেকে প্রায় ৭০ মিটার দূরে একটি গির্জায় দ্বিতীয় বিস্ফোরণ হয়।
আরও পড়ুনঃ অ-নথিভুক্ত প্রয়াত বিশ্বের প্রবীণতম ব্যক্তি
এপির খবরে বলা হয়েছে, আগে থেকেই সেখানে হামলার হুমকি দেয় বিদ্রোহী গোষ্ঠী আবু সায়াফ। সেই কারণে ওই এলাকায় নিরাপত্তা আগের তুলনায় বাড়িয়ে দেওয়া হয়েছিল।
সেনাবাহিনীর আঞ্চলিক মুখপাত্র ক্যাপ্টেন রেক্স পায়োট এবং পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় একটি কম্পিউটারের দোকান, একটি খাবারের দোকান এবং দুটি সেনা ট্রাক ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রথম বোমাটি একটি মটরসাইকেলের সঙ্গে লাগানো ছিল বলে জানানো হয়েছে। দ্বিতীয় বিস্ফোরণেও ক্ষয়ক্ষতি হলেও এখনো বিস্তারিত জানানো হয়নি। দুটি বিস্ফোরণেই খুবই উন্নতমানের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ১ সেকেন্ডেই ডাউনলোড হবে নেটফ্লিক্সের সব কনটেন্ট! ইন্টারনেটের স্পিডে রেকর্ড লন্ডনের গবেষকদের
দুই সেনা কর্মকর্তা বলেছেন, প্রথম বিস্ফোরণে ৫ সেনা নিহত হয়েছেন। এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।এখনো কোনো গোষ্ঠী এই বিস্ফোরণ এর ঘটনার দায় স্বীকার করেনি। তবে আবু সায়াফ বিদ্রোহী গোষ্ঠীকে এই হামলার জন্য দায়ী করা হয়েছে, তার একটি প্রধান কারণ হলো সুলু ও তার পাশের প্রদেশগুলোতে আবু সায়াফের উপস্থিতি রয়েছে।
মাসব্যাপী আবু সায়াফের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। আবু সায়াফ ছোট্ট গোষ্ঠী হলেও এরা আইএসের সঙ্গে জোটবদ্ধ ছিল। এই জঙ্গিগোষ্ঠী যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের কালো তালিকাভূক্ত। ফিলিপাইন পুলিশ অধিকর্তা জেন অর্চিস ফ্রান্সিসকো গাম্বয়া এই জোড়া বিস্ফোরণের এক উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584