লকডাউনের মধ্যেও পৃথক দুটি পথ দূর্ঘটনায় উত্তর দিনাজপুরে জখম একাধিক

0
45

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

লকডাউনের মধ্যেও পথ দূর্ঘটনা ঘটলো উত্তর দিনাজপুরে। পুলিশের কড়া চেকিং এর পরেও মোটরবাইক চালানোয় রেশ টানা যায়নি। যদিও রায়গঞ্জ বা ইসলামপুর শহর এলাকাতে মোটরবাইক চালানোয় রেশ টেনেছে পুলিশ। রাস্তা জুড়ে শুরু হয়েছে কড়া পুলিশি পাহারা।

accident | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু গ্রামেগঞ্জের রাস্তায় ছুটে বেড়াচ্ছে মোটরবাইক। যার জেরে দুটি মোটর বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখোর থানার পাঞ্জিপাড়ার স্কুল চক এলাকায় এ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো।

আরও পড়ুনঃ অনুরোধে কাজ না হওয়ায় আলিপুরদুয়ারে বলপ্রয়োগে জটলা ভাঙলো পুলিশ

দুজনের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় ইসলামপুর মহাকুমা হাসপাতাল। তার নাম সাব্বির আলম। বাড়ি গোয়ালপোখোর থানা এলাকাতেই। তার আত্মীয় রমজান আলী জানান, দুটি মোটর বাইক এর মধ্যে এই সংঘর্ষের ঘটনার পর সাব্বির আলম কে নিয়ে আসা হয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে সোমবার রাতে বিহার থেকে বাংলায় আসার সময় একটি বিয়ের গাড়ি উল্টে গিয়ে জখম হলো প্রায় পঁচিশ জন। এদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন শিশুও। স্থানীয় সূত্রে জানা গেছে, বিহারের কিশানগঞ্জ জেলার পুঠিয়া থেকে ওই বিয়ের গাড়িটি ইসলামপুরের দিকে আসছিল। সে সময় বিহারের ডংরাপুল এলাকায় গাড়িটি অন্য একটি মোটরসাইকেল বাঁচাতে গিয়ে উল্টে যায়।

ঘটনার পর জখমদের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। প্রায় তিন জনের পরিস্থিতির অবনতি হলে তাদের আশংকা জনক অবস্থায় পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here