কাবুলে গুলিতে নিহত সুপ্রিম কোর্টের দুই মহিলা বিচারপতির

0
56

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আফগানিস্তানের রাজধানী কাবুলে সেদেশের সুপ্রিম কোর্টের দুজন মহিলা বিচারপতির মৃত্যু হয় অতর্কিত বন্দুক হামলায়। রবিবার সকালে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আফগানিস্তানে একের পর এক ঘটে চলেছে এই ধরণের হত্যাকাণ্ড। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাবুলে কর্মস্থলে যাওয়ার সময় ওই দুই মহিলা বিচারপতির ওপর হামলা চালানো হয়।

Kabul shot dead | newsfront.co

আফগানিস্তানের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মুখপাত্র জামশিদ রাসুলি জানান, হামলায় নিহত দুই মহিলা বিচারপতি সুপ্রিম কোর্টে দায়িত্ব পালন করতেন। তবে এই হামলা কারা চালিয়েছে সেবিষয়ে এখনো কিছু জানা যায়নি।

গত শুক্রবার ভোরে আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে এক তালিবানি হামলায় কমপক্ষে ৯ আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। দুটি পুলিশ ফাঁড়িতে হামলা চালায় তারা।

আরও পড়ুনঃ প্রথম ডোজ টিকার নেওয়ার পরে নরওয়েতে মৃত্যু ২৩ জনের

সংশ্লিষ্ট এক আধিকারিক জানান, তাজিকিস্তান সীমান্তের দুটি পুলিশ ফাঁড়িতে একসঙ্গে হামলা চালায় তালিবানরা। ওই অঞ্চলে নিয়মিতভাবে সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তালিবানদের লড়াই চলছে। কুন্দুজের গভর্নর আবদুল সাত্তার মির্জাকাওয়াল এই হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

তবে কুন্দুজের প্রাদেশিক পরিষদের সদস্য খালুদ্দিন হাকিমি বলেন, ওই হামলায় নিহত হয়েছেন ১০ জন, পাশাপাশি আরও ১০ জন আহত হয়েছেন। এই বিষয়ে তালিবানদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here