নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
দাউদাউ করে জ্বলছে অসমের অয়েল ইন্ডিয়া লিমিটেডের প্রাকৃতিক গ্যাসকূপ। আগুন নেভাতে গিয়ে মারা গেলেন দুই দমকলকর্মী।
গত ২৭ মে থেকে এই গ্যাসকূপে লিক শুরু হয়। প্রায় চোদ্দো দিন ধরে গ্যাস বেরোচ্ছিল সেখান থেকে, যেটা মঙ্গলবার আগুন লেগে যায়। সেই আগুন নেভাতেই ছুটে যায় দমকল।
#WATCH Fire continues to rage at the gas well of Oil India Ltd at Baghjan in Tinsukia district, 2 persons dead. #Assam pic.twitter.com/WgUhEqonGI
— ANI (@ANI) June 10, 2020
বুধবার সকালে এই দুই কর্মীর মৃতদেহ উদ্ধার করে এনডিআরএফের লোকজন। এনডিআরএফ আধিকারিক জানান, যে মৃতদের নাম দুর্লভ গোগোই (৩০) ও বিকেশ্বর গোহেইন (৫৬)।
আরও পড়ুনঃ জন্মদিনেই করোনা প্রকোপে প্রয়াত ডিএমকে বিধায়ক
দুজনেই অয়েল ইন্ডিয়ার হয়ে অগ্নিনির্বাপনের কাজ করতেন। সকাল দশটা নাগাদ দুই মৃৃতদেহ পাওয়া যায়। সেগুলি স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584