অনুর্দ্ধ ১৪, ১৬ রাজ্য স্তরের তাইকোন্ডো প্রতিযোগিতায় কোচবিহারের দুই কন্যা

0
53

মনিরুল হক, কোচবিহারঃ

Swastika Mousumi | newsfront.co
নিজস্ব চিত্র

স্কুল স্তরের তাইকোন্ডো অনুর্দ্ধ ১৪ ও অনুর্দ্ধ ১৬ রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে কোচবিহার জেলার দুই ছাত্রী। ওই দুই ছাত্রীর নাম স্বস্তিকা পাল ও মৌসুমী খাতুন। স্বস্তিকা সেন্ট মেরিজ স্কুল পাঠরত এবং মৌসুমী কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তাঁরা দুজনেই জেলাস্তরে প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী।

Swastika Mousumi | newsfront.co
স্বস্তিকা- মৌসুমী। নিজস্ব চিত্র

প্রসঙ্গত, রাজ্য সরকার মেয়েদের অগ্রগতিকে আরও বাড়িয়ে নিয়ে যেতে চালু করেছিল আত্মরক্ষার শেখানোর প্রশিক্ষণ। সেই লক্ষ্যেই জেলায় জেলায় শেখানো হচ্ছে তাইকোন্ডো। সেই প্রশিক্ষণের অঙ্গ হিসাবে কোচবিহার জেলাতেও চলছে এর প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণের অঙ্গ হিসাবে গত সেপ্টেম্বর মাসে হয় জেলাস্তরে এই প্রতিযোগিতা। যা হয়েছিল কোচবিহার এমজেএন স্টেডিয়ামে। সেই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী শুধুমাত্র প্রথম প্রতিযোগীরাই রাজ্যস্তরে খেলার সুযোগ পাবে। সেখানে যুগ্মভাবে প্রথম হয়ে সাফল্য পায় ওই দুই ছাত্রী। এবারে তাঁরা রাজ্যে হওয়া স্কুলস্তরের প্রতিযোগিতায় উত্তর ২৪ পরগনা জেলায় অংশ নিতে যাচ্ছে।

এবিষয়ে তাইকোন্ডো কোচ বিশু রায় বলেন, এরা দুজনেই জেলাস্তরে স্বর্ণপদক পেয়েছিল। তাই আমার আশা ওরা রাজ্যস্তরেও স্বর্ণপদক নিয়ে আসবে। পাশাপাশি তাঁদের কঠিন পরিশ্রমই প্রমান করে দিচ্ছে তাঁরা সেখান থেকেও সাফল্য লাভ করবে। তিনি আরও বলেন এই প্রথম তাইকোন্ডো স্টাইলে প্রতিনিধিত্ব করছে ওই দুই ছাত্রী, আমার আশা এরা কোচবিহার জেলার মুখকে আরও উজ্জ্বল করবে এবং মেয়েদের সাহস জোগাতে এক নতুন মাত্রা দেবে।

আরও পড়ুনঃ স্কুল উদ্বোধনে সুতিতে আজাহার

এবিষয়ে আত্মবিশ্বাসী এই দুই ছাত্রী যথাক্রমে স্বস্তিকা পাল ও মৌসুমী খাতুন জানায়, রাজ্যস্তরে ও তাদের পারফরম্যান্স একই রকম থাকবে। জেলাস্তরে জয় লাভের পরে আমরা আরও কঠিন প্রশিক্ষণ নিচ্ছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here