শ্যামল রায়,নবদ্বীপঃ
সোশ্যাল মিডিয়ার সূত্রে পরিচয়।নবদ্বীপের দুই ছাত্রীর সাথে দুই যুবকের আলাপ পরিচয় হয়। মোবাইলে দিন কয়েক কথা বলার পর হঠাৎ দুই যুবক নবদ্বীপ শহরে চলে আসে।ঐ শহরে দুই ছাত্রীর সাথে কথা বলে ওই দুই যুবক।
তারপর দুই যুবক দুই ছাত্রীকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে নিয়ে যায় বলে অভিযোগ উঠে দুই যুবকের বিরুদ্ধে।তারপর ধরাও পরে তারা।জানা গিয়েছে যে ধৃত দুই যুবকের বাড়ি নদীয়া জেলার তাহেরপুরে।তাদের একজন সুজয় হালদার মাজদিয়া সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় এর দ্বিতীয় বর্ষের ছাত্র,আরেকজন রমেন বিশ্বাস বীরনগর এর মানিক নগরের বাসিন্দা পেশায় ইলেকট্রিশিয়ান।
আরও পড়ুনঃ সমাজ উপেক্ষিতদের আর্শীবাদ নিয়ে নবজীবনের সূচনায় প্রেমীযুগল
নবদ্বীপ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের নবদ্বীপের একটি নামি বালিকা বিদ্যালয়ের ওই দুই ছাত্রীর সাথে পরিচয় ঘটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।পরিচয় এর পরে ওই দুই ছাত্রী কে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে ওই দুই ছাত্রের বিরুদ্ধে।অপহরণের অভিযোগ দায়ের হয় নবদ্বীপ থানায়।
পুলিশ তদন্তে নেমে নবদ্বীপ শ্মশান লাগোয়া একটি এলাকা থেকে দুই ছাত্রীকে উদ্ধার করে এবং দুই ছাত্রকে পাকড়াও করে নবদ্বীপ আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।এইভাবে দুই নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে গোপন জবানবন্দি দিয়েছেন দুই ছাত্রী তারপর অভিভাবকের হাতে তুলে দেয়া হয়েছে ওই দুই ছাত্রীকে।
এই ঘটনাকে কেন্দ্র করে নবদ্বীপ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং অনেক অভিভাবক অভিভাবিকা চিন্তিত তাদের ঘরের ছেলে মেয়েদেরকে নিয়ে।যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশ নজরদারি রাখছে বিভিন্ন এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584