খড়গ্রাম থানার জয়পুর ও মহিসার পঞ্চায়েতে নিযুক্ত হল দুই নতুন প্রধান

0
88

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

আজ সোমবার মুর্শিদাবাদের কান্দি মহকুমার খড়গাম থানা জয়পুর ও মহিসার দুই গ্রামপঞ্চায়েতে নতুনভাবে প্রধান নিযুক্ত হল। মহিসার গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে নিযুক্ত হলেন টিকু রানী মন্ডল। মহিসার গ্রামপঞ্চায়েতের ১১ জন সদস্যের মধ্যে ১০ জন সদস্যকে নিয়ে টিকু রানী মন্ডল নতুন প্রধান পদে আসলেন।

Tiku rani Mandal
টিকু রানী মন্ডল। নিজস্ব চিত্র

বিগত কয়েকদিন আগে মহিসার গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান টিকুলা ঘোষ শারীরিক অসুস্থতার জন্য প্রধান পদ থেকে ইস্তফা দেন যার জেরে এতদিন ধরে মহিসার গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ খালি পড়ে ছিল। নতুন ভাবে প্রধানের দায়িত্ব পেয়ে টুকু রানী মন্ডল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে বহাল রেখে মহিসার গ্রাম পঞ্চায়েতের উন্নয়নে সামিল হবেন তিনি।

Radhashyam Ghosh
রাধাশ্যাম ঘোষ।নিজস্ব চিত্র

অন্যদিকে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার জয়পুর অঞ্চলের প্রধানের দায়িত্ব পেলেন রাধাশ্যাম ঘোষ। জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস সাহাও শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন আগে প্রধান পদ থেকে ইস্তফা দেন যার জেরে এতদিন সেই পদও খালি ছিল। এদিন রাধাশ্যাম ঘোষ জানান, সর্বদা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করব।

আরও পড়ুনঃ লালগোলায় পালিত হল জৈন ধর্মের সবথেকে বড়ো পার্বণ “দশ লক্ষ্মণ পর্ব”

খড়গ্রামের দুই গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নিযুক্ত হওয়াকে কেন্দ্র করে ব্যাপক জল্পনার সৃষ্টি হয়েছিল এলাকায়। তবে নতুন করে দুই প্রধান নিযুক্ত হওয়ার পর সব জল্পনার অবসান ঘটেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here