কোচবিহারে পথ দুর্ঘটনায় মৃত ২ স্বাস্থ্যকর্মী, আহত দুই

0
161

মনিরুল হক, কোচবিহারঃ

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ স্বাস্থ্যকর্মীর। ওই ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছেন আরও ২ জন। সোমবার ঘটনাটি ঘটেছে কোচবিহার-২ ব্লকের পুন্ডিবাড়ি থানা কোচবিহার-সোনাপুর রোডের চন্দনচূড়া এলাকায়।

accident | newsfront.co
দুর্ঘটনাস্থল ৷ নিজস্ব চিত্র

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুন্ডিবাড়িতে কোচবিহার ২ নম্বর ব্লক হাসপাতালে করোনা পরীক্ষার জন্য সোয়াব সংগ্রহের কাজে গিয়েছিলেন ওই স্বাস্থ্য কর্মীরা।

accident place | newsfront.co
নিজস্ব চিত্র

বিকেলে সোয়াব কালেকশন হওয়ার পরেই একটি বোলেরো গাড়িতে করে তাঁরা ফিরছিলেন। কিন্তু সেই সময় রাস্তায় চন্দন চূড়া এলাকায় একটি বাসের সাথে স্বাস্থ্যকর্মীদের ওই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতেই ওই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় স্বাস্থ্য কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ কৃষক বিরোধী আইনের প্রতিবাদে ভারত ব্যাপী ধর্মঘটের সমর্থনে মিছিল ফালাকাটায়

কোচবিহার স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন পুন্ডিবাড়ির দিক থেকে কোচবিহারের দিকে স্বাস্থ্য দপ্তরের একটি গাড়িতে করে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী আসছিলেন। কোচবিহার থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল একটি বড়ো বাস। ঐ বাসের সাথে স্বাস্থ্যকর্মীদের ওই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় । তাতে দুই জনের মৃত্যু হয়েছে ।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে নিষিদ্ধ নেশার সামগ্রী সহ গ্রেফতার ১

মৃতরা হলেন শ্রীবাস রায় এবং অর্পিতা দাস ৷ এছাড়াও আহত হয়েছেন কোচবিহার ২ নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক সুনীল কুমার মণ্ডল ও টুম্পা রায় ।কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী সুপার দিব্যেন্দু দাস বলেন, “সোয়াব কালেকশন করে একটি বোলেরো গাড়িতে করে ফেরার সময় ওই দুর্ঘটনা ঘটেছে। এখনই সমস্ত কিছু বলা সম্ভব নয়।”

পুলিশ সূত্রে জানাগেছে , ওই ঘটনায় ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here