লকডাউনেও অগ্নিকাণ্ডের ঘটনা অব্যাহত, আগুনের গ্রাসে দুটি বাড়ি সর্বশান্ত পরিবার

0
34

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

সারাদেশ করোনা ভাইরাস আতংকে আতংকিত। সরকার ঘোষণা করেছে মহামারী করোনা ভাইরাসের প্রভাব রুখতে সারাদেশে জারি রয়েছে লকডাউন । তার ফলে বন্ধ দোকানপাট, অফিস, স্কুল ও কলেজ। এমনকি গৃহবন্দী সাধারণ মানুষ।

burnt house | newsfront.co
ভস্মীভূত বাড়ি। নিজস্ব চিত্র

এমন সময় রানিতলা থানার আখেরীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবনগর গ্রামে এবং মদীনা বেওয়ার বাড়িতে নেমে এলো এক দুর্ভোগের ছায়া। দুপুর বেলায় বাড়িতে রান্না করার সময় রান্নার উনুন থেকে হঠাৎ করেই আগুন লেগে যায়। আর সেই আগুনেই ধুলিস্যাৎ হয় পরপর দুটি বাড়ি।

আরও পড়ুনঃ গৃহবন্দি জীবন কাটাতে স্ত্রীয়ের সাথে খেলতে গিয়ে মৃত্যু স্বামীর

ঘটনাস্থলে তড়িঘড়ি এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও, ততক্ষণে পুড়ে শেষ হয়ে যায় দুটি বাড়ি। এমনই অবস্থা বাড়ি দুটির হয়েছে যে অবশিষ্ট বলে নেই কিছুই।

এই দুর্যোগের দিনে এই রকম দুর্ভোগ, চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে দুই পরিবারের কাছে । এতদিন ঘরে খাবার না থাকলেও মাথা গোঁজার ঠাঁই ছিল, কিন্তু এই আগুনে সেই ঠাঁই টুকুও হারালো বলে জানায় পরিবার।

শুধু তাই নয় বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াও, জমির দলিলপত্র গয়নাগাটি সবই আগুনের গ্রাসে। এই অবস্থায় সর্বশান্ত হয়ে পড়েছে দূর্ঘনাগ্রস্থ দুটি পরিবার। পাশাপাশি দিনে দুপুরে এলাকার মধ্যে আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে আসে পুলিশ। কিভাবে আগুন লাগল তার তদন্ত ইতি মধ্যেই শুরু করে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here