নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মাস্ক না পরে মুম্বইয়ের রাস্তায় বেরলেই দিতে হবে ২০০ টাকা জরিমানা! পরিবর্তে মিলবে বিনামূল্যে মাস্ক। বৃহন্মুম্বই পুরনিগমের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার এক বিবৃতি পেশ করে পুরনিগমের তরফে জানানো হয়েছে, গত এপ্রিল মাস থেকে জন সচেতনতায় তারা উদ্যোগ নিয়েছে। ২৮ নভেম্বর পর্যন্ত মাস্ক না পরে বাড়ির বাইরে বেরনোয় ৪ লক্ষ ৮৫ হাজার মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ কনটেনমেন্ট জোনে থাকা বাজার বন্ধই থাকছে, নির্দেশিকা কেন্দ্রের
অন্যদিকে, করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রাজস্থানের বিজেপি বিধায়ক কিরণ মাহেশ্বরী। সোমবার গুরগাঁওয়ের হাসপাতালে মৃত্যু হয় এই বিধায়কের। তাঁর বয়স হয়েছিল ৫৯। এদিনই ফের সে রাজ্যে লকডাউন ঘোষনা করা হয়েছে। রাজ্যের ১১ থেকে ১৩ টি জেলায় জারি হয়েছে নাইট কার্ফু। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সে রাজ্যে এই বিধিনিষেধ জারি থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584