শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
উৎসবের মরসুম শুরু হলেই বাড়ে দুষ্কৃতীদের আনাগোনা। এবার শহরে দুই প্রান্তে দুষ্কৃতীরাজের প্রতিবাদ করে হেনস্থা হতে হল দুই যুবককে। একদিকে পার্কিং নিয়ে বচসার জেরে বাবাকে বাঁচাতে গিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই মারাত্মক প্রহৃত হলেন এক যুবক।

আবার অন্যদিকে রক্তদান শিবিরে মাংস ভাত খাওয়ানোর জন্য ১০ হাজার টাকা না দেওয়ায় মারধর করা হল এক তৃণমূল কর্মীকে। দুটি ক্ষেত্রেই দুই যুবকের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনা তদন্ত শুরু করলেও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে ঘটে যাওয়া গণ্ডগোলের সূত্রপাত বুধবার রাত থেকেই। ৩৬৬ কালীঘাট রোডের বাসিন্দা বৃদ্ধ সজল সাহার বাড়ির সামনে বাইক রেখে বুধবার রাতে মদ্যপান করছিল কিছু যুবক। বৃদ্ধ ঘটনার প্রতিবাদ করলে ওই যুবকেরা তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে।
সেই সময়ই বাইকে বাড়ি ফিরে বৃদ্ধের ছেলে সঞ্জয় দেখেন, তারা বাবার সঙ্গে ওই যুবকদের হাতাহাতি হওয়ার উপক্রম। সঙ্গে সঙ্গে তিনি বাবাকে বাঁচানোর চেষ্টা করলে অভিযুক্তরা সঞ্জয়ের ওপরেই চড়াও হয়। তাকে মাটিতে ফেলে মারধর চলতে থাকে। ঘটনার জেরে তিনি চোখে গুরুতর চোট পান।
আরও পড়ুনঃ মাথাভাঙায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
পরিবারের সদস্যরা ১০০ ডায়াল করলে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। তারপরে চম্পট দেয় দুষ্কৃতীরা। বুধবার রাতের ঘটনার পর বৃহস্পতিবার সকালেও ওই বৃদ্ধের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বেশ কিছু দুষ্কৃতী। যদিও তারপর থেকেই গোটা এলাকা পুলিশ বাহিনী ঘিরে রেখেছে।
আরও পড়ুনঃ পর্ণশ্রীতে চাঁদার নামে জুলুমবাজি,প্রতিবাদে নিগৃহীতা অন্তঃসত্ত্বা
এদিকে শ্যামপুকুরে নিজের দলীয় কর্মীদের হাতে হেনস্থা হয়ে এভাবে মারধর খেতে হবে, তা ভাবতে পারেননি তৃণমূল কর্মী জয় দাস।বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে শ্যামপুকুর থানা এলাকার শ্যামবাজারে।
জানা গিয়েছে, দলেই বিরুদ্ধ গোষ্ঠীর রাগ ছিল জয়ের ওপরে। এদিন জয় দাসের কাছে ১০ হাজার টাকা দাবি করে শ্যামপুকুরের যুব তৃণমূল প্রাক্তন সভাপতি খোকন দাসের অনুগামীরা। টাকা দিতে অস্বীকার করায় ওই কর্মীকে বেধড়ক মারধর করা হয়। মারের চোটে চোখ ফেটে রক্ত ঝরতে থাকে ওই যুবকেরও। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে চিকিৎসা করানো হয়। বিশ্বকর্মা পূজার দিন দলেই এই ধরনের ঘটনা ঘটায় অস্বস্তিতে তৃণমূল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584