সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্রের কোপ।গুরুতর আহত দম্পতি।আঘাতে কাটা যায় মাথার চুল ও দাঁতের মাড়ি। রাত্রে ঘুমন্ত অবস্থায় বিছানার উপর ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন।ঘটনাটি ঘটেছে,ক্যানিং থানার ১নং দিঘির পাড় অঞ্চলের মধ্য কড়াকাটি গ্রামে।অস্ত্রের আঘাতে গুরুতর আহত রবিন মন্ডল (৪০) ও স্ত্রী প্রতিমা মন্ডল (৩৫)।

পরিবার সূত্রে জানা যায় গত এক বছর আগে ক্যানিং চাঁদদা গ্রামের বাসিন্দা উত্তম সরদারের সাথে বিয়ে হয় ক্যানিং কড়াকাটি গ্রামের বাসিন্দা রবিন মন্ডলের মেয়ে মৌসুমির।আর বিয়ের ছয় মাস পরে মেয়ে মৌসুমিকে মেরে বাড়ির বাইরে বার করে দেয় তাঁর শ্বশুরবাড়ি লোকজন।বারবার হুমকি দিতেন জামাই উত্তম।আর সেই আক্রোশের জেরে এই ঘটনা ঘটাতে পারে বলে জানান মৌসুমির বাবা রবিন মন্ডল।
আরও পড়ুনঃ তৃণমূল কর্মীর বাড়িতে সশস্ত্র হামলা,অভিযোগ বিজেপির বিরুদ্ধে
গত রাতে খাওয়া দাওয়া সেরে ঘরের বারান্দার বিছানায় শুয়ে ছিলেন রবিন মন্ডল ও ওনার স্ত্রী প্রতিমা মন্ডল।এরপর হঠাৎ ঘুমের ঘরে ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে কেউ।তারপর এলোপাতাড়ি কোপাতে থাকে স্বামী স্ত্রী দুই জনকে।গুরুতর আহত অবস্থায় তাদেরকে নিয়ে পাশে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে রবিন মন্ডল গুরুতর আহত অবস্থায় ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও ওনার স্ত্রী প্রতিমা মন্ডলের অবস্থা আশঙ্কাজনক অবস্থা হওয়ায় স্থানান্তরিত করা হয় কলকাতা সামরিকা হাসপাতালে।তবে আহতরা জানান ঘুমের ঘরে থাকার করনে কাউকে চিনতে পারেনি।এই ঘটনায় এলাকা থমথমে। ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্তের পরিবার ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584