নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
চন্দ্রকোনার কালিকাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে উল্টে গেল একটি গাড়ি। এই ঘটনায় আহত হয়েছেন ২ জন। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত চন্দ্রকোনা ঘাটাল রাজ্য সড়কের কালিকাপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায় যে চন্দ্রকোনা থেকে ঘাটাল যাওয়ার সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের উপর থেকে জলাশয়ে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে উদ্ধারের কাজ শুরু করে।খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় চন্দ্রকোনা টাউন থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই প্রাইভেটকারের চালক এবং ওই গাড়িতে থাকা আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চন্দ্রকোনা টাউনের গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে পুলিশ জলাশয় থেকে গাড়িটিকে উপরে তুলে নিয়ে আসে।
আরও পড়ুনঃ ধর্মঘটের সমর্থনে মেদিনীপুর শহরে ডিএসও’র মিছিল-পথসভা
কি ভাবে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে ।তবে খুব দ্রুত গতিতে গাড়িটি যাচ্ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানান। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা বলেন, অতি দ্রুত গতিতে গাড়িটি যাওয়ার ফলে কালিকাপুর শিব মন্দিরের প্রাচীর ভেঙে ওই প্রাইভেটকারটি জলাশয়ের উপর উল্টে যায়। গাড়িচালক ও গাড়িতে থাকা ব্যক্তির পরিচয় জানা যায়নি। তারা সুস্থ হয়ে উঠলে তাদের পরিচয় জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584