নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বুধবার সকালে একটি হাতি তান্ডব চালায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার ফাঁসিডাঙ্গা এলাকায় ।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে চন্দ্রকোনা টাউন থানার বড় আকনা গ্রামের ফাঁকা মাঠে একটি দলছুট হাতি দাপিয়ে বেড়ায়।
দাঁতাল হাতিটিকে দেখতে বৈকুন্ঠপুর, হরিসিংপুর, প্রসাদপুর ও নীলগঞ্জ গ্রামের গ্রামবাসীরা ভিড় জমায় । সেই সময়ে ওই দাঁতাল হাতি টি ফাঁসিডাঙ্গা এলাকায় রাস্তা পার হচ্ছিল।
আরও পড়ুনঃ ফালাকাটায় হাতির হানা, নিমিষে সাবার জমির ফসল
রাস্তা পার হওয়ার সময় হাতির সামনে পড়ে যায় মামনি মান্ডি নামে এক স্কুলছাত্রী ও এক সাইকেল আরোহী যুবক। হাতিটি ওই দুই জনকে শুঁড় দিয়ে আছাড় মেরে রাস্তার ধারে ফেলে দেয়। স্থানীয় বাসিন্দারা হাতিটিকে তাড়া করে স্থানীয় ধামকুড়ার জঙ্গলের দিকে পাঠায় ।
ওই ঘটনার পর হাতিটিকে জঙ্গলের দিকে পাঠিয়ে স্থানীয় বাসিন্দারা হাতির হামলায় আহত ওই স্কুলছাত্রী ও সাইকেল আরোহী যুবক কে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। তাদের দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুনঃ শালবনীতে দাপিয়ে বেড়াচ্ছে দাঁতাল,আতঙ্কে গ্রামবাসীরা
ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।বন দফতরের পক্ষ থেকে আহত ওই দুজনের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হবে বলে জানানো হয়। সেই সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584