মনিরুল হক, কোচবিহারঃ
পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হলেন ২ জন। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভাঙ্গা মোড় এলাকায়।
ওই ঘটনার খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি তারা আহত দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে প্রবীর সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কোচবিহার এমজেএন মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জখম দুই ব্যক্তির নাম পঙ্কজ তালুকদার (২২) এবং প্রবীর সরকার(২৫)। হাসপাতালের শয্যাশায়ী আক্রান্ত পঙ্কজ তালুকদারের অভিযোগ, আজ দুপুর বেলায় প্রবীর সরকার আলু ক্ষেতে কীটনাশক ওষুধ স্প্রে করছিল। সেই সময় অতর্কিতভাবে অপর কিছু প্রতিবেশী ধারালো অস্ত্র নিয়ে এসে তাকে আঘাত করে এবং বেধড়ক পেটায়।
আরও পড়ুনঃ শালবনিতে হাতির হানায় হত ১
সে পঙ্কজ তালুকদারের বাড়িতে আশ্রয় নেয় এবং তার পাশাপাশি প্রবীরকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পঙ্কজ তালুকদার আরও বলেন, ‘গত একবছর আগে এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ তালুকদারের মৃত্যুকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদ তৈরি হয়েছিল। সেই বিবাদের জেরেই আজকের এই ঘটনা।’ জানা গেছে, ওই ঘটনার জেরে ৬ জনকে আটক করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584