নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুরঃ
বুধবার সন্ধ্যা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায় ঝড় ও বৃষ্টি হয়। ঝড়-বৃষ্টির পাশাপাশি কোথাও শিলা বৃষ্টি হয়। সেই সঙ্গে প্রচুর পরিমাণে বাজ পড়ে। যার ফলে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার মহেশপুর এলাকায় বাজ পড়ে দুইজন রাস্তায় লুটিয়ে পড়ে। তাদের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গিয়েছে। ওই দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়।
সেখানে একজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে কলকাতার পিজি হাসপাতালে রেফার করা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনা টাউন থানার মহেশ পুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যেভাবে ঝড় বৃষ্টি হয় তাতে নির্বাচনী প্রচার বহু এলাকায় ভেস্তে যায়।
আরও পড়ুনঃ উত্তপ্ত গড়বেতা! সিপিএমের মিছিলে বোমাবাজি, আহত পাঁচ দলীয়কর্মী
বিভিন্ন রাজনৈতিক দল বুধবার সন্ধ্যায় যখন নির্বাচনী প্রচার করছে। ঠিক সেই সময় এই ঘটনা ঘটে। তবে গরমের হাত থেকে স্বস্তি পেলেও এই ঝড় বৃষ্টিতে আমের প্রচুর ক্ষতি হয়েছে বলে জানা যায় এবং শিলা বৃষ্টির ফলে সবজি চাষের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। তবে বাজ পড়ে আহত দুই জনের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584