দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা পিকআপ ভ্যানের, আহত ২

0
94

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ঘুমের ঘোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী লরির পিছনে ধাক্কা মেরে মৃত্যুর সঙ্গে পাঁঞ্জা লড়ছে একটি পিক আপ ভ্যানের চালক ও খালাসি।

two-injured-in-road-accident at salboni | newsfront.co
নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর নাগাদ পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার ভাদুতলার জঙ্গলে। আহত দুজনকেই স্থানীয়রা উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। ঘটনাস্থলে শালবনী থানার পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন ভোর চারটা নাগাদ একটি পিক আপ ভ্যান শালবনীর দিক থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। সেই সময় ভাদুতলার জঙ্গলের রাস্তার পাশে একটি দশ চাকার লরি দাঁড়িয়েছিল।

আরও পড়ুনঃ কালনা রোডে বাস দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র, জনতার রোষে পুড়ল সিভিক পুলিশের বাইক

জানা যায়, গতকাল ওই লরিটি চাকা পাম্পচার হওয়ার কারনে বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ভোরে যখন পিক আপ ভ্যানের চালক মেদিনীপুর দিকে যাচ্ছিল সেই সময় ঘুমের ঘোরে পিক আপ ভ্যানের চালক লরিটির পিছনে গিয়ে ধাক্কা মারে। এতেই চালক ও খালাসি গুরুতর আহত হয়৷

স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে আহতদের মেদিনীপুর সদর হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক কিছুক্ষনের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। পরে শালবনী থানার পুলিশ গিয়ে রাস্তা যানজট মুক্ত করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here