পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
রাত পোহালেই ভোট। বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত চাকলা গ্রামে দুই ব্যক্তি বাজার থেকে বাড়ি ফিরছিল ঠিক সে সময় পিছন দিক থেকে তাদের লক্ষ করে বোমা ছুঁড়লে ঘটনাস্থলে দুজন গুরুতর আহত হয়।
সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য।ঘটনায় আহত লালন চৌধুরী জানান,সে বিজেপি কর্মী।অন্য কর্মীদের সঙ্গে বাজার থেকে বাড়ি ফিরছিল সেই সময় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতিকারীরা তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে।এতে সে ভীষণভাবে আহত হয়। এদিকে এ ঘটনার পর এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
আরও পড়ুনঃ তৃতীয় দফায় রাজ্যের পাঁচ আসনের চারটিতে চতুর্মুখী লড়াই
দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে বলে পুলিশ সূত্রে জানা যায়।এদিকে তৃণমূল এই ঘটনার দায় অস্বীকার করে।
তারা বলেন, এটা বিজেপির একটি ষড়যন্ত্র ভোটের আগে শান্ত ইটাহার কে অশান্ত করে সাধারণ মানুষের একটা আবেগকে কাজে লাগিয়ে আগামীকালের ভোটের বৈতরণী পার হতে চায়।এতে তৃণমূলের কেউ জড়িত নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584