কোচবিহারে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল, আহত ২

0
66

মনিরুল হক, কোচবিহারঃ

নির্বাচনের আগেই ক্রমশ গোষ্ঠী কোন্দলে জড়িয়ে পড়ছে রাজ্যের শাসক দল। এবার তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল কোচবিহারে।কোচবিহার ২ নং ব্লকের ছাগলবের এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের মারধরের অভিযোগ ওঠে দলেরই মূল সংগঠনের বিরুদ্ধে।

injured man | newsfront.co
আহত কর্মী ৷ নিজস্ব চিত্র

অভিযোগ, গোপালপুর সংলগ্ন জোকার ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় থেকে মিটিং করে ফেরার সময় ছাগলবেরে তৃণমূল জেলা সভাপতি পার্থ প্রতিম রায়ের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি যুব সভাপতি নিমাই দে ও আরও একজনকে পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধোর করে বলে অভিযোগ উঠে এসেছে। বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে দলেরই মূল সংগঠনের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ নারায়ণগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা লরির, অল্পের জন্য প্রাণে বাঁচল যুবক

ঘটনার জেরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই তৃণমূল যুব কংগ্রেস কর্মী। যদিও তৃণমূল কংগ্রসের মূল সংগঠন কমিটির নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।বিষয়টি নিয়ে জেলা পরিষদের সদস্য পরিমল বর্মণ বলেন, দলের জেলা সভাপতি বিজেপির হয়ে দালালি করছে।

এই ভাবে নিজেরাই নিজেদের কর্মী ও সমর্থকেদের মারধর করে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে চাইছেন বলে তিনি উল্লেখ করেন।প্রসঙ্গত, ২১-এর নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গ সফরে গত ১৫ ডিসেম্বর কোচবিহারে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ফারাক্কায় লরির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

এরপরই ১৬ ডিসেম্বর এক কর্মীসভা করেন তিনি। সেই কর্মীসভা থেকে যখন ঐক্যবদ্ধভাবে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের এক জোট হয়ে কাজ করার কথা বলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেইখানে লাগাতার কোচবিহার জেলাজুড়ে একের পর এক গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসায়, উদ্বেগ প্রকাশ করছে রাজনৈতিক মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here