নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। তাই অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে মানা করেছে সরকার। তার সাথে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন শহর শিলিগুড়িতে
লকডাউন উপেক্ষা করে বাইরে চলছে আড্ডাবাজি।
বলা যায় যে সরকারের নির্দেশাবলীকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল কাঁধে হাত রেখে গল্প। সেই খবর করতে গিয়েই নিগৃহীত শিলিগুড়ির ওয়েব পোর্টালের দুই সাংবাদিক। গাড়ি থামিয়ে প্রশ্ন করতেই মোবাইল ছিনিয়ে ভেঙে মারধোর করা হয় সাংবাদিকদের বলে অভিযোগ।
আরও পড়ুনঃ লকডাউনের মেয়াদ বাড়ায় ফালাকাটা ব্লকের দুঃস্থদের ত্রাণ বিতরণ যুব তৃণমূলের
ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির হায়দার পাড়া সংলগ্ন ঘুগনি মোড় এলাকায়। একটি দোকানে বসে বেশ কয়েকজন যুবক আড্ডা মারছিল সাংবাদিক দুজন সেই ছবি করতে গেলেই বেশ কয়েকজন যুবক তাদের মারধোর করে মোবাইল ভেঙে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
এরপর ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর পাশাপাশি অভিযুক্তদের যে ছবি ক্যামেরায় বন্দি হয়েছিল তা তুলে দেওয়া হয় প্রশাসনের হাতে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584