ফারুক আহমেদ, কলকাতা: রাজ্য বিজ্ঞান কংগ্রেসে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দুই জন গবেষক পুরস্কৃত হলেন
বিগত ৪ ঠা ও ৫ ই মার্চ, ২০১৮ কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ২৫ তম রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন। এই অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিল পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা , বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি দপ্তর। এই সম্মেলনের সূত্রপাত হয়েছিল ২০১৭ সালের ৩ টি আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনের মাধ্যমে, যেগুলি হয়েছিল উত্তরবঙ্গের জন্যে শিলিগুড়ি কলেজে, পশ্চিমাঞ্চলের জন্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এবং কলকাতা অঞ্চলের জন্যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ১২ টি বিজ্ঞান বিষয়ের ১২০০ টি গবেষণাপত্রের মধ্যে আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনের মাধ্যমে ১৫৪ টি গবেষণাপত্র অসামান্য গবেষণাপত্র হিসেবে নির্বাচিত হয়। নির্বাচিত গবেষক ও গবেষিকা গণ ৪ ঠা ও ৫ ই মার্চ কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে তাদের নির্বাচিত গবেষণাপত্র গুলি উপস্থাপন করেন। ১২টি বিষয়ের মধ্যে ৩টি করে গবেষণাপত্র শ্রেষ্ঠ গবেষণাপত্র হিসাবে নির্বাচিত হয় এই সম্মেলনে।
এর মধ্যে শ্রীমতি মুক্তি মন্ডল এবং সংঘমিত্রা পালের (দুইজন DST INSPIRE Fellow, Govt. of India, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মলিকুইলার নিউরোটক্সিকোলজি ল্যাবরেটরি তে অধ্যাপক গৌতম পালের তত্ত্বাবধানে কর্মরত) গবেষণাপত্র বিজ্ঞান বিভাগের শারীরবিজ্ঞান শাখার শ্রেষ্ঠ গবেষণাপত্র হিসাবে নির্বাচিত ও পুরস্কৃত হয়। পুরস্কারস্বরূপ শ্রীমতি মুক্তি মন্ডল এবং সংঘমিত্রা পাল কে একটি শংসাপত্র, অভিজ্ঞান এবং ৩ হাজার টাকা নগদে পুরস্কৃত করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584