যোগীরাজ্যে দুর্ঘটনায় মৃত্যু হল মালদহের দুই শ্রমিকের

0
80

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ভিনরাজ্যে কাজ করতে যাওয়াই কাল হল। মাত্র ২০ দিন আগেই মালদহের কয়েকজন শ্রমিক কাজের খোঁজে গিয়েছিলেন উত্তরপ্রদেশে। সেখানেই ঘটল দুর্ঘটনা। মৃত্যু হল দুই শ্রমিকের।

migrant worker death | newsfront.co
প্রতীকী চিত্র

সূত্রের খবর, মৃত শ্রমিকদের নাম আমিরুল মোমিন ও এবাদুল মোমিন। বাড়ি কালিয়াচকের শেরশাহি গ্রামে। জানা যায়, তিন সপ্তাহ আগেই মালদার মোট ১২ জন শ্রমিক বিশ্ব কাশি মন্দির নির্মাণের কাজ করতে পাড়ি দিয়েছিলেন বেনারসে। পেটের দায়ে সংসার চালাতে রোজকারের পথ খুঁজতেই যান সেই রাজ্যে।

আরও পড়ুনঃ অবসরপ্রাপ্ত সরকারি নিরাপত্তা সংস্থার কর্মীরা কোন বই প্রকাশ করতে পারবেন না, নির্দেশ কেন্দ্রের

প্রত্যেকদিনের মতই গত সোমবার রাতে কাজ সেরে বিশ্রামের জন্য ফেরেন বাসস্থানে। তারপরই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। পরদিন ভোরে আচমকাই সেই বাড়ি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয় দুই শ্রমিক এবাদুল ও আমিরুলের।

আরও পড়ুনঃ ‘নদীতে মৃতদেহ ছুঁড়ে ফেলার ঘটনায় মিডিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়নি তো?’ বিদ্রুপ শীর্ষ আদালতের

আহত হয়েছেন বাকি শ্রমিকরাও। দূর্ঘটনার ফলে শ্রমিকদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ইতিমধ্যেই রাজ‍্যসভার সাংসদ মৌসম নূর মৃত শ্রমিকদের বাড়ি গিয়ে পরিবারের লোকজনদের সমবেদনা জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here