শোপিয়ানে রাতভর অভিযান, খতম ২ জঙ্গি

0
91

আজহার হুসেইন,কাশ্মীর:

নিজস্ব চিত্র

দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় রাতভর গুলির লড়াইয়ে ২ জঙ্গির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস, এসওজি ও সিআরপিএফের যৌথবাহিনী গোপন সূত্রে খবর পেয়ে সন্ধিগ্ধ এলাকা ঘিরে ফেলে।

এক সরকারি আধিকারিক জানান যে শোপিয়ান জেলার জাইনপোরা এলাকার সুগান নামক স্থানে এই দুই জঙ্গির মৃত্যু হয়েছে। তিনি জানান যে এখনো তল্লাশি চলছে।সঙ্গে তিনি আরো দাবি করেন যে জঙ্গিরা আত্মসমর্পণ করতে রাজি হয়নি।

অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় জঙ্গিরা সেন্ট্রাল কাশ্মীরের গ্যান্ডারবল জেলার নুনার এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে আক্রমণ করলে এক জঙ্গি ও এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়।গ্যান্ডারবলের এসএসপি খলিল পোসয়াল টুইট করে জানান যে মৃত পুলিশ কনস্টেবল এর নাম মোহাম্মদ আলতাফ। অন্যদিকে নিহত জঙ্গি হল সাব্বির আহমেদ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here