নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের নিউ সেটেলমেন্ট এলাকায় বৃহস্পতিবার রাতে ডাকাতির উদ্দেশ্যে কিছু দুষ্কৃতীরা অস্ত্রসহ জমায়েত হয়েছিল । সেই সময় খড়্গপুর টাউন থানার পুলিশ টহল দিতে গিয়ে তাদের দেখতে পায়।
পুলিশকে দেখে কয়েক জন পালিয়ে গেলে ও ২ জন দুষ্কৃতীকে পুলিশ ধরে ফেলে। পুলিশ তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে একটি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।
পুলিশ তাদের জেরা করে জানতে পারে যে তারা ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়েছিল। পুলিশ দুই দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে তাদের সাথে আর কারা ছিল।
আরও পড়ুনঃ সবং-এ তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি,অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে
শুক্রবার খড়্গপুর টাউন থানার পুলিশ ধৃত দুই দুষ্কৃতীকে খড়্গপুর মহকুমা আদালতে তোলে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে খড়্গপুর শহরের নিউ সেটেলমেন্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584