মহারাষ্ট্রে প্রতিহিংসার আগুনে নিহত ২৫০ কুকুর! অবশেষে বন দফতরের জালে ২ বানর

0
130

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

আমাদের কাছে বানর মানেই বিনোদনের প্রাণী। বানরকে নিয়ে নানা প্রচলিত গল্প ছড়িয়ে আছে আমাদের সমাজে। বানর আমাদের কাছে একপ্রকার চঞ্চল প্রকৃতির দলবদ্ধ জীব। কিন্তু এই বানরই এবার ‘কিলার’ রূপে তান্ডব শুরু করেছে। বিস্ময়কর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের একটি গ্রামে। সেখানে বানররা অন্তত ২৫০টি কুকুরকে দালান ও গাছের শীর্ষে টেনে তুলে নিয়ে ফেলে দিয়ে হত্যা করেছে। প্রতিশোধ নেওয়ার জন্য বানরের দল এটা করেছে।

Maharashtra killing monkey
সৌজন্যেঃ এএনআই

বানরের হামলার শিকার হয়েছে গ্রামের বাসিন্দারাও। কুকুরের দল বানরের একটি বাচ্চাকে মেরে ফেলার প্রতিশোধ হিসেবে এই ঘটনা ঘটেছে বলে বলছেন স্থানীয়রা। মহারাষ্ট্রের মাজালগাঁও এলাকার এক গ্রামেই আড়াইশো কুকুরকে হত্যা করেছে বানরের দল। ওই গ্রামের পাশের এলাকাতেও কিছু কুকুরকে হত্যা করেছে তারা।

জানা গেছে, বানরের দল একটি কুকুর ছানাকেও ছাড় দেয়নি। স্কুল শিক্ষার্থীরাও হামলার কবলে পড়েছে। গ্রামের বাসিন্দারা বলছেন, বানরের দল এসে কুকুরকে ধরে নিয়ে গাছে উঠে যাচ্ছে। এরপর উঁচু থেকে কুকুরকে ফেলে দিচ্ছে। এছাড়া কুকুরকে উঁচু ভবনের ছাদে তুলে নিয়ে গিয়েও ফেলে হত্যা করেছে তারা। এ ব্যাপারে প্রতিকার চেয়ে স্থানীয় বন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছেন বাসিন্দারা। খবর অনুযায়ী, এখন পর্যন্ত ২ টি বানরকে আটক করেছে বনকর্মীরা। আটককৃত বানর দুটোকে নাগপুরের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তান্ডব অব্যাহত! মৃতের সংখ্যা ২০০-এর অধিক

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বন কর্মকর্তারা গ্রামে এসে একটি বানরেরও নাগাল পাননি। গ্রামবাসী চেষ্টা করছেন, কুকুরকে বাঁচানোর জন্য। এদিকে এতো সংখ্যক কুকুরকে হত্যা করেও শান্তি পায়নি বানরের দল। এখন তারা শিশুদের ওপর হামলা করছে।

শিশুরা বলছে, তারা স্কুলে যাওয়া-আসার পথে বানরের হামলার শিকার হচ্ছে। এজন্য তারা সতর্ক হয়ে চলাচল করছে। তাদের মা-বাবারাও সন্তানদের নিয়ে আতঙ্কে আছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here