নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
কয়েকমাস আগে কলকাতার সোনা ব্যবসায়ী অপহরণ কান্ডে বুধবার গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত উৎপল কর। তার মধ্যেই শুক্রবার রাতে হৃদয়পুর থেকে গ্রেফতার হয়েছে তার আরও দুই সাগরেদ। মধ্যরাতে হৃদয়পুর থেকে তাদেরকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা বিভাগ।
এর আগে আশীষ চন্দ্র,অসীম কর নামে দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করে, তারপর থেকেই উৎপল শিলিগুড়িতে পলাতক ছিলেন। বুধবার তাকে বিজপুরের শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করেন কলকাতা পুলিশ। তারপরেই তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুই অভিযুক্তের খবর পান পুলিশ।
পুলিশ অফিসার পরিচয় দিয়ে বউবাজার স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে নগদ ১ লক্ষ টাকা সহ ৫০ গ্রাম সোনা ডাকাতির অভিযোগ। পরে, গোয়েন্দাদের হাতে পাকড়াও এএসআই সহ তিন। ধৃত পুলিশ অফিসারের নাম আশীষ চন্দ। গোয়েন্দা বিভাগের ক্রাইম রেকর্ডে কর্মরত ছিলেন তিনি।
আরও পড়ুনঃ নদীতে শিশুকন্যাকে ছুঁড়ে ফেলে গ্রেফতার ৩
ঘটনার সূত্রপাত ৪ জুলাই, নদীয়ার স্বর্ণ ব্যবসায়ী বাবলু নাথ ব্যবসায়িক প্রয়োজনে বউবাজারে যান। তাঁর সঙ্গে থাকা ব্যাগে নগদ ১ লক্ষ টাকা ও ৫০ গ্রাম সোনা ছিল বলে দাবি ব্যবসায়ীর। নিজেদের পুলিশ অফিসার পরিচয় দিয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি বাবলুকে জোর করে গাড়িতে তুলে নেয়। এরপর সুমোটি দ্রুতগতিতে এয়ারপোর্টের দিকে চলে যায়।
সেখানেই ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীকে লুট করা হয়। মুচিপাড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ। পরে, ফাঁস হয় গোটা ঘটনা।
এই ঘটনায় মোট পাঁচ জন গ্রেফতার হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584