করোনার কবলে বাংলাদেশে আরও দুই সাংবাদিক

0
36

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

বর্তমানে গোটা পৃথিবীকে ঘিরে ফেলেছে করোনা ভাইরাস। চারিদিকে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই মারণ ভাইরাস গ্রাস করেছে বাংলাদেশকেও। বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯ এর সংক্রমণ ছড়িয়ে পড়ছে দ্রুত। ক্রমশ বড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়েছে বাড়ছে মৃতের সংখ্যাও।

Corona affected | newsfront.co
গ্রাফিক্সঃ সৈকত দাস

করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে চলছে লকডাউন। আর করোনা সংক্রান্ত এইসমস্ত খবরাখবর প্রতিমুহূর্তে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সাংবাদিকরা। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন করোনা ভাইরাস সংক্রান্ত প্রত্যেকটি খবর মানুষের কাছের পৌঁছে দিচ্ছেন তারা। আজ জীবনসঙ্কটে রয়েছেন সেই সাংবাদিকরাও।

আরও পড়ুনঃ বিশ্বব্যাপী করোনা সংকটে ইয়েমেন যুদ্ধে বিরতির ঘোষণা সৌদি জোটের

বৈদ্যুতিক সংবাদ মাধ্যমের এক সাংবাদিকের পর আরও দুই সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশে। এনিয়ে মোট তিন জন সাংবাদিক করোনায় আক্রান্ত হলেন। বাকি দুজনের মধ্যে একজন একটি বেসরকারি টেলিভিশনের সিনিয়র রিপোর্টার।

তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ আজ শুক্রবার বাংলাদেশের একটি পত্রিকার একজন ক্রাইম রিপোর্টারের নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে। আইইডিসিইআরের পরামর্শে তার ঘরেই হোম কোয়ারান্টাইনে রয়েছেন তিনি।

এর আগে গত ৩ এপ্রিল এক টিভি সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে টেলিভিশন কর্তৃপক্ষ তার সংস্পর্শে আসা ৪৭ জনের একটি তালিকা করে তাদের সেলফ আইসোলেশনে পাঠায়। সর্বোপরি বলা যায় দেশের এই সংকটজনক পরিস্থিতিতে সাংবাদিকদের জীবনও যথেষ্ট ঝুঁকিপূর্ণ।করোনার মতো মারণ ভাইরাস ক্রমশ বিস্তার লাভ করছে। করোনার হাত থেকে বাদ যাচ্ছেন না কেউই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here