নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা ভাইরাসের দাপটে নাজেহাল জনজীবন। ক্রমশ বাড়ছে সংক্রামিত ও মৃতের সংখ্যা। এহেন পরিস্থিতির মধ্যে এবার বিশ্বাসীর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ভাইরাসের জিনগত পরিবর্তন বা মিউটেশন। যা বাড়াচ্ছে চিন্তা। এরই মধ্যে লন্ডন থেকে রাজ্যে ফেরত দুই ব্যক্তির শরীরের করোনা ভাইরাস পাওয়া গিয়েছে।
জানা গিয়েছে, লন্ডন ফেরত করোনা আক্রান্তদের মধ্যে একজনের বাড়ি কলকাতার রাজডাঙায়। অন্যজন হুগলির বাসিন্দা। ইতিমধ্যে রাজডাঙার ওই তরুণকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখানে তাঁর লালারস থেকে আরএনএ সংগ্রহ করে করোনার নয়া স্ট্রেনের খোঁজে তা কল্যাণীর ন্যাশনাল ইন্সটিটিউট অফ বাইওমেডিক্যাল জিনোমিক্স-এ পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট আসতে অন্তত সাত দিন সময় লাগবে বলে খবর।
আরও পড়ুনঃ ব্রিটেনে নতুন করে করোনা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলি
স্বাস্থ্যদপ্তরের নিয়মানুযায়ী, লন্ডন ফেরত ওই দুই ব্যক্তির সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের শারীরিক অবস্থার উপরও নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যে এক ব্যক্তির শরীরের মিউট্যান্ট করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। এহেন পরিস্থিতিতে আরও দুই লন্ডন ফেরতের রিপোর্ট করোনা পজিটিভ হয়ে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে।
আরও পড়ুনঃ শনিবার রাজ্যের তিন জায়গায় হবে করোনা টিকার ড্রাই রান
গত ১৫ দিনে লন্ডন ফেরত সংক্রমিত তরুণের সংস্পর্শে এসেছেন অন্তত ৫৯০ জন। ইতিমধ্যে ‘কন্ট্যাক্ট ট্রেসিং’-এর মাধ্যমে তাঁদের চিহ্নিত করেছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। কড়া নজরদারিতে রাখা হয়েছে তাঁদের। এদের মধ্যে ২২০ জনের আরটিপিসিআর পরীক্ষা করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি কলকাতার এক মেডিক্যাল কলেজের অধ্যক্ষর ছেলের শরীরে নতুন স্ট্রেন পাওয়া যায়। ক’দিন আগেই ওই তরুণ লন্ডন থেকে কলকাতায় ফেরেন। আপাতত ওই অধ্যক্ষ-সহ পরিবারের সদস্যদের উপর নজর রাখছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584