ফের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে করোনা পজিটিভ ২ আয়া

0
50

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কিছুদিন আগেও স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের তিন জনের শরীরে ঘাঁটি গেঁড়েছিল মারণ নোভেল করোনা ভাইরাস। এবার ফের ২ জন আয়ার শরীরে এই ভাইরাসের হদিশ মিলল। আক্রান্ত দু’জনকে টালিগঞ্জের এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা হাসপাতাল জীবাণুমুক্ত করার পাশাপাশি তাদের সংস্পর্শে আসা সকলকেই কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে।

corona virus | newsfront.co
প্রতীকী চিত্র

প্রসঙ্গত, রাজ্যে যে ক’টি জায়গার ল্যাবরেটরিতে করোনা ভাইরাসের টেস্টিং চলছে, তার মধ্যে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন অন্যতম। প্রথম ৩ জনের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়ার পরেও কি ভাবে ফের মিলল সংক্রমণ, স্বাভাবিক ভাবেই সেই প্রশ্ন উঠেছে। তাহলে কি প্রথম বারের পর পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি? যদিও সেই দাবি খারিজ করেছেন সংশ্লিষ্ট হাসপাতালের অধিকর্তা ডা: প্রতীপ গুহ।

জানা গিয়েছে, রোগীদের দেখাশোনার পাশাপাশি এই দুই আয়ার কাজ ছিল মূলত বাজারে ঘুরে ঘুরে চিকিৎসক এবং রোগীদের জন্য ফল-সহ অন্যান্য খাবার কিনে আনা। কিন্তু তাদের পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়েছিল। তবুও দিন কয়েক পরেই অসুস্থ হয়ে পড়েন ওই দু’জন। তাঁদের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। রবিবার তাঁদের পরীক্ষার রিপোর্ট হাতে আসে। তাতেই জানা যায়, ওই দুই মহিলা করোনা আক্রান্ত।

উল্লেখ্য, দুই আয়ার আগে আরও তিন জনের শরীরে করোনা সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছিল। তাঁদের মধ্যে একজন স্টোর কিপার কাম ফার্মাসিস্ট এবং দু’জন গ্রুপ ডি কর্মী।

হাসপাতাল অধিকর্তা ডা: প্রতীপ গুহ বলেন, ‘ঘটনাটি নিছকই কাকতালীয়। হাসপাতালে যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা ছিল। তবে দুই আয়ার করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার পরই সবরকম সতর্কতা নেওয়া তাঁদের সংস্পর্শে আসা প্রত্যেককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সকলের করোনা পরীক্ষা করা হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here