শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ফের দেবীপক্ষের শুরুতেই কোভিড সংক্রমণের জেরে প্রাণ হারালেন কলকাতা পুলিশের দুই কর্মী। সূত্রের খবর, রবিবার সকালে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাহিনীর সশস্ত্র শাখার পঞ্চম ব্যাটালিয়নের আধিকারিক সিদ্ধান্তশেখর দে-র।
এ দিন সকালেই মৃত্যু হয়েছে গোয়েন্দা বিভাগের অন্য এক আধিকারিক হোমবাহাদুর থাপার। এখনও পর্যন্ত কলকাতা পুলিশের ১৩ জন পুলিশ কর্মীর মৃত্যু হল। আক্রান্ত হয়েছেন ৩ হাজারের বেশি কর্মী।
We deeply mourn the untimely demise of Assistant Sub Inspector Siddhanta Shekhar De who was posted in the fifth Battalion, @ArmedKolkata
He was affected with #COVID19 and was at the forefront of our #FightAgainstCorona.#SaluteBraveheart#RIP@CPKolkata pic.twitter.com/Gz2SLzyiao
— Kolkata Police (@KolkataPolice) October 18, 2020
বেশিরভাগই সুস্থ হয়ে গিয়েছেন।জানা গিয়েছে, সিদ্ধান্ত শেখরবাবু সম্প্রতি কোভিড পজিটিভ হন। বেশ কিছু দিন ধরেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে হোমবাহাদুর জুলাই মাস থেকে কোভিডে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুনঃ ট্যাংরায় ভাড়াটেকে কাঁচি দিয়ে কুপিয়ে খুন, অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে
কয়েক দিন আগে তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভও এসেছিল। কিন্তু ফুসফুসে অন্য সংক্রমণ থাকায় তাঁকে বাড়িতে অক্সিজেন সাপোর্টে রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। শুক্রবার ফের তাঁর পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। এ দিন সকালে তাঁর মৃত্যু হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584