ভেন্টিলেশন থেকে ক্যানসার, জীবনের লড়াইয়ে দুই প্রৌঢ়র কাছে পরাস্ত করোনা

0
56

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ক্রমাগত করোনা আক্রান্ত আর মৃত্যুর খবর শুনতে শুনতে অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন মানুষ। কিন্তু আক্রান্তদের মনের জোর এবং জেদের কারণে মাঝেমধ্যেই ঘটছে মিরাকেল।

এটাই যেন বুঝিয়ে দিচ্ছে অতিমারী করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে মানবশরীরও। ঠিক যেমন ঘটেছে ৬৮ বছর বয়সী শিলচরের বাসিন্দা এক ব্যক্তি এবং ৫২ বছর বয়সী টালিগঞ্জের বাসিন্দা এক ব্যক্তির ক্ষেত্রে। দু’জনেই মনের জোরে আর চিকিৎসকদের সাহায্যে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন জীবনযুদ্ধে।

Patient | newsfront.co
নিতাইদাস মুখোপাধ্যায়, ঢাকুরিয়া আমরি থেকে এ দিন ছাড়া পাচ্ছেন। সংবাদ চিত্র

প্রথমেই আসা যাক ৫২ বছর বয়সী টালিগঞ্জের বাসিন্দা নিতাইদাস মুখোপাধ্যায়ের কথায়। টানা ৩৮ দিন ছিলেন ভেন্টিলেশনে। পরিবারের লোকজন আশা ছাড়তে শুরু করলেও হাল ছাড়েননি চিকিৎসকরা। হাসপাতাল জানাচ্ছে, ২৯ মার্চ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে ভর্তি হন নিতাইদাস বাবু।

doctor | nesfront
ডাঃ শ্বাশতী সিনহা। সংবাদ চিত্র

পর দিনই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সেদিনই থেকেই টানা ভেন্টিলেশনে ভেন্টিলেশনে তিনি। এর মধ্যে তাঁর করোনা সংক্রমণ সেরে গেলেও শ্বাসকষ্টের উপসর্গের নিরাময় হয়নি।

আরও পড়ুনঃ একদিনে ১৩০! আক্রান্তের রেকর্ড ভাঙলো রাজ্যে

ফলে ২ মে পর্যন্ত জারি থাকে ভেন্টিলেশন সাপোর্ট। তারপরে পরিস্থিতি ভাল হলে তাকে ভেন্টিলেশনের বাইরে আনা হয়। শুক্রবার তাঁকে ছুটি দেন চিকিৎসকরা। হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার সময় নিতাইদাস বাবুকে শুভেচ্ছা জানান হাসপাতালের চিকিৎসক ও আত্মীয়রা।

অন্যদিকে, শিলচরের বাসিন্দা ৬৮ বছরের প্রৌঢ়ের লড়াইও নজিরবহীন। আগেই গল ব্লাডার ক্যানসার, বাইপাস সার্জারির মতো অস্ত্রোপচার তিনি পেরিয়ে এসেছেন। রক্তে শর্করার মাত্রাও অনেক বেশি। এই অবস্থায় ২০ এপ্রিল মুখে ক্যানসারযুক্ত টিউমার নিয়ে ভর্তি হন।

আরও পড়ুনঃ রায়গঞ্জ সংশোধনাগার স্যানিটাইজড করলো পুরসভা

ভর্তির সময়ে সামান্য জ্বর থাকায় করোনা টেস্ট করা হয়। সেখানে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এরপর একই সঙ্গে চলতে থাকে করোনা এবং ক্যানসারের চিকিৎসা।

মে মাসের ৪ ও ৫ তারিখে পর পর দু’বার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। চিকিৎসকরা জানিয়েছেন, ক্যানসারও অনেকটাই ভাল হয়ে এসেছে তার। মুখের টিউমারটি বাদ দেওয়া হয়েছে। ৬ মে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here