ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
এবার ভারতেও এসে পড়লো করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রন। কর্নাটকে দু’জনের দেহে হদিশ মিলেছে ওমিক্রনের বৃহস্পতিবার একথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্তদের ‘কনট্যাক্ট ট্রেসিং’-ও করা হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ওমিক্রনের যে সব রোগীর হদিশ মিলেছে, সকলেরই মৃদু উপসর্গ ধরা পড়েছে। এর সংক্রমণে মারাত্মক কোনও উপসর্গের কথা এখনও পর্যন্ত শোনা যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কোভিডের এই নতুন রূপের প্রকৃতি নিয়ে গবেষণা করছে।‘
Two cases of #Omircron detected in Karnataka so far through genome sequencing effort of INSACOG consortium of 37 laboratories established by the Ministry of Health. We need not panic, but awareness is absolutely essential. COVID apt behaviour is required: Balram Bhargava, DG ICMR pic.twitter.com/xHnQAbgvaN
— ANI (@ANI) December 2, 2021
All #Omicron related cases are found to have mild symptoms so far…In all such cases in the country and across the world so far, no severe symptom has been noted. WHO has said that its emerging evidence is being studied: Lav Agarwal, Joint Secretary, Union Health Ministry pic.twitter.com/7cfCAwHRt0
— ANI (@ANI) December 2, 2021
আইসিএমআর-এর ডিরেক্টর বলরাম ভার্গব-ও জানিয়েছেন কর্ণাটকে দুজনের শরীরে মিলেছে ওমিক্রনের হদিশ। তিনি বলেছেন আতঙ্কিত হওয়ার দরকার নেই তবে কোভিড সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরী।
আরও পড়ুনঃ সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত ভরণপোষণের দায়িত্ব বাবারঃ সুপ্রিম কোর্ট
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে আক্রান্তদের মধ্যে এক জন পুরুষ এবং এক জন মহিলা। তাঁদের বয়স যথাক্রমে ৬৬ এবং ৪৬। এখনো পর্যন্ত ২৯টি দেশে মোট ৩৭৩ জন ওমিক্রনে আক্রান্ত রোগীর হদিশ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। তবে এও জানা গিয়েছে যে RT-PCR পরীক্ষায় দ্রুত ধরা পড়ে এই ভ্যারিয়ান্টের অস্তিত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584