নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিজেপির রাজ্য সভাপতির উপস্থিতিতেই প্রকাশ্যে এল দলীয় গোষ্ঠী কোন্দল। বৈঠকে যোগ দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ল বিজেপির দুই গোষ্ঠী। প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে বিজেপির রাজ্য সভাপতি এক বৈঠকে যোগ দিতে আসে গড়বেতা থানার ময়রাকাটায়।
ঠিক সেই সময় বৈঠকে যোগ দেওয়াকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠী হাতাহাতিতে জড়িয়ে পড়ে। প্রসঙ্গত গড়বেতা এলাকায় বিজেপি নেতা মদন রুইদাস ও প্রদীপ লোধার মধ্যে বিবাদ দীর্ঘদিনের। এমনকি এর আগেও প্রকাশ্য সভামঞ্চে হাতাহাতিতে জড়াতে দেখা গিয়েছিল দুই গোষ্ঠীকে। এবার খোদ রাজ্য সভাপতির উপস্থিতিতেই হাতাহাতিতে জড়ালো দুই গোষ্ঠী, যা নিয়ে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির।
আরও পড়ুনঃ তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে উদ্ধার আমপান – বুলবুলের ত্রাণ সামগ্রী
যদিও এই প্রসঙ্গে প্রদীপ লোধা বলেন, “এটা দলের নিজস্ব বৈঠক। দলের নিজস্ব রীতিনীতি রয়েছে যেখানে দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না,তাই হয়তো আমাদের ঢুকতে দেয়নি”।
অন্যদিকে হাতাহাতি সম্বন্ধে তিনি কিছুই জানেননা বলে সমস্ত বিষয় এড়িয়ে যান। তবে এই ঘটনায় কার্যত সুরসুরি দিতে শুরু করেছে শাসক দল, এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584