নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের হাঁসখাড়ি এলাকায় বৃহস্পতিবার চা বাগানের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল।

ঘটনায় গুলিবিদ্ধ মতিবুল রহমান নামে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন।
জানা গিয়েছে, বাহাউদ্দিন ও মসিরুদ্দিন – এই দুই পক্ষের মধ্যে চা বাগানের একাংশ জমির দখলদারি নিয়ে পুরানো বিবাদকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত। এলাকায় গুলি ও ব্যাপক বোমাবাজিরও অভিযোগ উঠেছে।
আরও পড়ুনঃ লকডাউনে বৈধ মদের দোকান বন্ধ থাকায় চোলাই-হাড়িয়া বিক্রি ব্যবসায়ীদের
ঘটনায় বেশ কয়েকজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় মতিবুর রহমানকে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।
অন্যদিকে, ইসলামপুরের পাটাগোড়া এলাকাতেও এদিন চা বাগানের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। তবে হতাহতের কোনও খবর নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584