নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল বীরপাড়া থানার পুলিশ। বুধবার রাতে মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া পুরাতন বাস স্ট্যান্ড থেকে আগ্নেয়াস্ত্র সহ ২ জনকে গ্রেফতার করল বীরপাড়া থানার পুলিশ।পূলিশ সূত্রের খবর, বুধবার রাত ১১টা নাগাদ বীরপাড়ার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ২ যুবককে একটি গাড়িতে ঘোরাঘুরি করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
তাদের অসংলগ্ন কথা শুনে সন্দেহ হওয়ায় দেহ তল্লাশি শুরু করে পুলিশ। উদ্ধার হয় ২টি বেআইনি আগ্নেয়াস্ত্র।এছাড়াও তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনঃ হলদিয়া বন্দরে কেবল ফেটে আতঙ্ক,বিদ্যুৎহীন জওহর টাওয়ার
ধৃতরা হল বীরপাড়ার বাসিন্দা সোনম লামা ও লক্ষ্মণ ডোম।বীরপাড়া থানার ওসি পালজার ভুটিয়া জানান ” আগ্নেয়াস্ত্র সহ ২জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার তাদের আলিপুরদুয়ার মহকুমা আদালতে তোলা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584