সুদীপ পাল,বর্ধমানঃ
বাজ পড়ে মৃত্যু হল একই বাড়ির দুজনের।পূর্ব বর্ধমান জেলার বুদবুদের নতুন পল্লী এলাকার ঘটনা।সোমনাথ গাঙ্গুলী (২০) ও পবন হিরালালজী রাঠী (৩৭) নামের দুই ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।গতকাল ঝড় বৃষ্টি শুরু হবার সময় লোহার তারে মেলে রাখা জামা কাপড় কুড়াতে গিয়েছিলেন পানাগড় সেনা ছাউনির কর্মী পবনহীরালালজী। বুদবুদ নতুন পল্লী রোড়ে ভোলানাথ গাঙ্গুলীর বাড়িতে ভাড়া থাকতেন মহারাষ্টের বাসিন্দা পবন হিরালালজী ও তাঁর পরিবার।
কাপড় তুলতে যাবার সময় বাড়ির বারান্দায় বসে ছিলেন বাড়ির মালিকের ছেলে, কলেজ পড়ুয়া সোমনাথ।কাপড়ে হাত দেওয়ার সময় বজ্রপাত হয় এবং সঙ্গে সঙ্গে পবন মাটিতে লুটিয়ে পড়েন।
আরও পড়ুনঃ বজ্রাঘাতে মৃত দিনমজুর
বারান্দায় অসুস্থ হয়ে পড়েন সোমনাথ।পুরসা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বিশেষ উন্নতি না হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কিন্তু পথেই মৃত্যু ঘটে দুজনের। বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডু বলেন, উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি তাঁদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584