নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
লকডাউনের জেরে বন্ধ রয়েছে রাজ্যের সব দোকান। এমনকি বন্ধ রাখার হাত থেকে বাদ পরেনি মদের দোকানও। আর তাতেই মাথায় বাজ পরেছে সুরা প্রেমীদের। দিনের পর দিন মদকে কাছে না পেয়ে অবশেষে হ্যোমিওপাথি ওষুধ খেয়েই মৃত্যু হল দুই যুবকের। আরও বাকি দুজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার মারিশদা শিল্লিবাড়ি এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তি পিছাবনির বাসিন্দা ভরত দাস, বয়স আনুমানিক ১৮ বছর ও মারিশদা শিল্লিবাড়ি এলাকার পঙ্কজ দাস, তার আনুমানিক বয়স ৩২ বছর।

আরও পড়ুনঃ নিখোঁজ থাকার পর নবনির্মিত বাড়ি থেকে উদ্ধার যুবতীর পচাগলা দেহ
পাশাপাশি এ ঘটনায় অসুস্থরা হলেন গঙ্গু দাস, বয়স আনুমানিক ৩০ ও গৌতম দাসের আনুমানিক ৩৭ বছর বয়স। স্থানীয় সূত্রে খবর মারিশদা শিল্লিবাড়ি এলাকায় চারজন মিলে মদ না পেয়ে শুক্রবার দুপুরে হ্যাোমিওপাথি ওষুধ খেয়ে নেয়।
এরপর শনিবার নিজের বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তারা। এরপর চারজনকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে ভর্তি করে পরিবার। সেখানে ভরতকে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। এরপর রাতে পঙ্কজেরও মৃত্যু হয়।
এই ঘটনার খবর পেয়ে মারিশদা থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওষুধের শিশিটি উদ্ধার করে। যদিও এ বিষয়ে প্রতিমা দাস বলেন, এমনিতেই এরা মদ্যপান করেন।
লকডাউন এর কারণে ১০-১২ দিন কোথাও মদ পাওয়া যায়নি তাই এরা মদ খাইনি। শনিবার দুপুরে খাওয়ার জন্য ডাকাডাকি করলে হবে না বলে জানিয়ে দেয় চারজন। এরপর বাড়িতে থাকাকালীন চারজনই আরও অসুস্থ হতে থাকে বলে জানা যায়। পাশাপাশি এ ঘটনার এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584