মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
ছত্তিশগড়ের পর এবার মধ্যপ্রদেশ। বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গতিতে আচমকাই ঢুকে পড়ল একটি গাড়ি। চাকায় পিষ্ট হলেন পথচারীরা। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। ঘটনায় পলাতক অভিযুক্ত গাড়ি চালক।
পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ দেখে গাড়িচালককে চিহ্নিত করার চেষ্টা চলছে। দুর্গাপুজো শেষ হয়েছে, এবার উমার বিদায়ের পালা। দেশজুড়ে দশেরা ও প্রতিমা বিসর্জনে ব্যস্ত সকলে। বিসর্জনের জন্য বিভিন্ন রাজ্যে শোভাযাত্রা বের হচ্ছে, তাতেই ঘটছে বিপত্তি। শনিবার এরকমই এক শোভাযাত্রা বেরিয়েছিল ভোপালের বাজরিয়া পুলিশ ফাঁড়ি এলাকায়। সেই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন বহু মানুষ।
#WATCH Two people were injured after a car rammed into people during Durga idol immersion procession in Bhopal's Bajaria police station area yesterday. Police said the car driver will be nabbed.#MadhyaPradesh pic.twitter.com/rEOBSbrkGW
— ANI (@ANI) October 17, 2021
সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ওই শোভাযাত্রায় আচমকাই পিছন দিক থেকে আসা একটি গড়ি বেপরোয়া গতিতে ঢুকে পড়ে। আর সেই গাড়ির চাকায় পিষ্ট হন ওই শোভাযাত্রায় অংশগ্রহণকারী অনেকেই। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ মা দুর্গার বিসর্জনে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে ছত্তিশগড়, প্রায় ২০ জনকে পিষে দিল গাড়ি
উল্লেখ্য, কয়েকদিন আগে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের জমায়েতের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল চারজন কৃষকের। এরপর দুর্গাপুজোর দশমীর দিন ছত্তীশগড়ের যশপুরে বিসর্জনের শোভাযাত্রায় একটি বেপরোয়া গাড়ি পিষে দিয়েছিল প্রায় ২০ জনকে। ঘটনায় মৃত্যু হয় ৪ জনের।
আরও পড়ুনঃ ফের কাশ্মীরে জঙ্গি হানা, নিহত ফুচকাওয়ালা
এই ঘটনায় অভিযুক্তকে আটক করে গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল জনতা। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল শনিবার রাতে। ঘটনাস্থল মধ্যপ্রদেশের ভোপাল। বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে বেশ কয়েকজনকে পিষে দিল বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি। যদিও গাড়ির চালক পলাতক। সিসিটিভি ফুটেজ দেখে ওই অভিযুক্ত গাড়ি চালকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584