ভেঙে পড়ল প্রশিক্ষণ বিমান, মৃত ২

0
34

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

করোনা আবহের মধ্যেই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। ওড়িশার বিরাসলা এয়ারস্ট্রিপে ভেঙে পড়ল একটি প্রশিক্ষণের বিমান। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রশিক্ষক পাইলট এবং প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটের।

Plane crash | newsfront.co
ছবিঃ এএনআই

ধেনকেনালের পুলিশ সুপার অনুপমা জেমস জানিয়েছেন, সকাল সাড়ে ছ’টা নাগাদ গভর্নমেন্ট অ্যাভিয়েশন ট্রেনিং ইনস্টিটিউটের এফএ-১৫২ ভিটি-ইএনফ বিমানটি উড়েছিল। উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি।

পুলিশ সুপার বলেন, ‘মনে হচ্ছে ওই প্রশিক্ষণের বিমানটি ওড়ার কিছুক্ষণ পর বিমানে কোনও ত্রুটি দেখা যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয় প্রশিক্ষক পাইলট সঞ্জয় কুমার ঝা এবং প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট আনিস ফতিমার। এঁদের মধ্যে একজনের বাড়ি বিহারে এবং অপরজনের বাড়ি তামিলনাড়ুতে। ময়নাতদন্তের জন্য তাঁদের দেহ পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত পিআইবি-র ডিরেক্টর জেনারেল

প্রসঙ্গত, ওড়িশার ১৯ টি এয়ারস্ট্রিপের মধ্যে অন্যতম হল বিরাসলা। সেখানে বাণিজ্যিক উড়ানের ভবিষ্যতের পাইলটরা প্রশিক্ষণ নেন। লকডাউনের জেরে এয়ারস্ট্রিপটি বন্ধ ছিল। গত ১ জুন সেটি আবার চালু হয়েছিল। আর তারপরই মাত্র আট দিনের মাথায় ঘটল এই দুর্ঘটনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here