শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
জম্মু-কাশ্মীরে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ভেঙ্গে পড়ে প্রাণ হারালেন দুই পাইলট। জম্মু-কাশ্মীরের উধমপুর জেলায় পাহাড়ের উপর ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার ‘চিতা’ হেলিকপ্টার। হেলিকপ্টারটিতে ছিলেন বাহিনীর মেজর পদমর্যাদার দুই আধিকারিক।
সেনার তরফে জানানো হয়েছে, বায়ুসেনার ‘চিতা’ হেলিকপ্টারে টহল দিচ্ছিলেন দুই আধিকারিক। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ উধমপুরে জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। গুরুতর আহত অবস্থায় দুই পাইলট মেজর রোহিত কুমার ও মেজর অনুজ রাজপুত-কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনাগ্রস্ত কপ্টারটির ছবিও প্রকাশ করা হয়েছে সেনার তরফে।
#LtGenYKJoshi, #ArmyCdrNC and all ranks #salute the bravehearts Major Rohit Kumar & Major Anuj Rajput who made the supreme sacrifice in the line of duty on 21 Sept 2021 at #Patnitop and offer deepest condolences to their families.@adgpi@Tri_Service@Whiteknight_IA@IAF_MCC pic.twitter.com/4QC3ccefZi
— NorthernComd.IA (@NorthernComd_IA) September 21, 2021
ভারতীয় বায়ুসেনার নর্দার্ন কমান্ডের পক্ষ থেকে একটি টুইট করা হয়। টুইটে লেখা হয়েছে, ‘দুর্ঘটনায় মেজর রোহিত কুমার ও মেজর অনুজ রাজপুত প্রাণ হারিয়েছেন। তাঁদের বলিদানকে সেলাম জানাচ্ছে বায়ুসেনা।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584