ওয়েবডেস্কঃ-
চিকিৎসা বিজ্ঞানে যুগ্ম ভাবে নোবেল পেলেন দুই ক্যান্সার গবেষক-আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস পি. অ্যালিসন ও জাপানের তাসুকু হঞ্জু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাসুকু হঞ্জু। দুজনেই ক্যান্সার ইমিউনোথেরাপি নিয়ে গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার পেয়েছেন বলে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গেছে।
এই থেরাপির মাধ্যমে রোগ প্রতিরোধকারী কোষগুলি থেকে বেরোনো প্রোটিন এবং ক্যান্সার আক্রান্ত কোষগুলি থেকে নির্গত প্রোটিন সহজেই চিহ্নিত করা যায়।ফলে সেই কোষগুলি চিহ্নিত করে ক্যান্সারের চিকিৎসা সহজ হবে।
এরপর পদার্থ বিজ্ঞান, রসায়ন ও শান্তিতে নোবেল পুরস্কার কারা পাবেন তা ঘোষণা করা হবে। তবে এবছর যৌন কেলেঙ্কারির ঘটনার জন্য সাহিত্যে নোবেল দেওয়া হবেনা।
উল্লেখ্য, ১৮৮৫ সালে স্যার অ্যালফ্রেড নোবেল এক উইলের মাধ্যমে তাঁর উপার্জনের প্রায় সম্পূর্ণ ভাগ দিয়ে এই পুরস্কার চালুর কথা ঘোষণা করেন।১৯০৫ সার থেকে শুরু হয় নোবেল পুরস্কার দেওয়া।(ছবি-সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584