নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই ডাকাতকে অস্ত্রসহ পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালি থানার পুলিশ মেদিনীপুর সদর ব্লকের কেরানি চটি সংলগ্ন গিরিধারী চক এলাকা থেকে গ্রেফতার করে।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে কোতোয়ালি থানার পুলিশ ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে গিরিধারী চক এলাকায় চারদিক দিয়ে ঘিরে ওই দুই ডাকাতকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে একটি বন্দুক,দুই রাউন্ড কার্তুজ ও ধারালো অস্ত্র পুলিশ উদ্ধার করে। ধৃত দুই ডাকাতের বাড়ি মেদিনীপুর শহরের বটতলা চক এলাকায় বলে কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
আরও পড়ুনঃ গড়বেতায় চুরি করতে গিয়ে কুয়োতে পড়ে পুলিশের হাতে আটক ১
সেই সঙ্গে তাদের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানার জন্য পুলিশ দুইজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর সদর ব্লকের গিরিধারী চক এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেশ কয়েক দিন ওই এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। বুধবার গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে ওই দুই ডাকাত জড়ো হয়েছিল বলে গোপন সূত্রে খবর পায় কোতয়ালি থানার পুলিশ।
আরও পড়ুনঃ প্রতিবেশীর সাথে গোলমাল, সুবিচারের আশায় বালুরঘাটে এসপি অফিসে অভিযোগ আক্রান্তকারীর
এরপর কোতোয়ালি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে চারদিক দিয়ে ঘিরে ওই দুই ডাকাতকে হাতেনাতে ধরে ফেলে। যার ফলে বুধবার রাতে তারা ডাকাতি করতে পারেনি। তবে পুলিশ ওই দুই ডাকাতকে গ্রেফতার করায় খুশি গিরিধারী চক এলাকার বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584