মাঝপথে বন্ধ হতে পারে আরও দুটি ধারাবাহিক

0
258

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ইতিমধ্যেই কালারস বাংলায় বন্ধ হয়েছে চারটি ধারাবাহিক। কনক কাঁকন, মঙ্গলচণ্ডী, নিশির ডাক, চিরদিনই আমি যে তোমার। চারটি ধারাবাহিক হঠাত করে বন্ধ হয়ে যাওয়ায় কত টেকনিশিয়ান এবং শিল্পী কর্মহীন হলেন তার হিসেব না করাই ভাল।

Rani rashmoni | newsfront.co

ওদিকে আবার শোনা যাচ্ছে বন্ধ হতে পারে ‘নেতাজি’ এবং ‘করুণাময়ী রানী রাসমণি’। ‘করুণাময়ী রানী রাসমণি’ বেশ অনেকদিন আগেই সুব্রত রায় প্রোডাকশনের ঘর ছেড়ে চলে যায় জি বাংলার নিজস্ব ঘরে। এবার তাকে নির্মূল করার কথা ভাবছে চ্যানেল।

tete actor | newsfront.co

কারণ এই করোনার দৌলতে প্রতিদিন যে হারে নিয়মকানুনে পরিবর্তন আসছে তাতে বেশ কয়েকটি ধারাবাহিক চালিয়ে নিয়ে যাওয়া বেশ কষ্টকর। শোনা যাচ্ছে একটি সিনে দুটি চরিত্রের বেশি একটিও থাকতে পারবে না। আর সেটা কোনওমতেই সম্ভব নয় ‘করুণাময়ী রানী রাসমণি’র ক্ষেত্রে। কেননা এর টি আর পি শুরুর দিন থেকে আজ অবধি ঊর্ধমুখী। আবার ‘নেতাজি’ ধারাবাহিকেও অনেকের একসঙ্গে কথোপকথন ছাড়া কোনও সিন হওয়া বেশ কঠিন। এর টি আর পি’ও ফেলে দেওয়ার মতো নয়। ফলে, কোনটা আদৌ বন্ধ হবে তা বোঝা যাচ্ছে না।

Khirer putul | newsfront.co

কথা ছিল ‘ত্রিনয়নী’র জায়গায় আসবে ‘কাদম্বিনী’। কিন্তু গল্পের প্রয়োজনে ‘ত্রিনয়নী’কে দিনকয়েক রেখে দেওয়ার কথা হয়। সেখানে ‘করুণাময়ী রানী রাসমণি’-কে বন্ধ করে সেই জায়গায় ‘কাদম্বিনী’কে বসানোর কথা হয়। কিন্তু রাসমণির স্লটের টি আর পি ‘কাদম্বিনী’ শুরুতেই ছুঁতে পারবে কিনা তা নিয়েও কপালে ভাঁজ পড়ছে চ্যানেল কর্তৃপক্ষের।

আরও পড়ুনঃ ‘মহাপীঠ তারাপীঠ’-এর নতুন পর্বে মঙ্গলচণ্ডীর অজানা কথা

Kadambini | newsfront.co

এবার পড়ে রইল ‘ক্ষীরের পুতুল’-এর স্লট নির্বাচন। তা হলে কি শেষ হতে পারে ‘নকশিকাঁথা’? কেননা লকডাউনের আগে গল্প যেদিকে মোড় নিতে শুরু করেছিল তাতে মুখ্য পুরুষ চরিত্র যশের ট্র‍্যাক শেষ হওয়ার আঁচ পাওয়া যাচ্ছিল। আবার ‘ক্ষীরের পুতুল’ ধারাবাহিকের প্রোমোতেও তাঁকে দেখা যাচ্ছিল রাজার চরিত্রে।

আরও পড়ুনঃ সেনগুপ্ত পরিবারে বিয়ের আবহ

সুতরাং, কোন ধারাবাহিকের জায়গায় কোন ধারাবাহিক আসবে তা এখনই বলা যাচ্ছে না। তবে, নতুনের তালিকায় রয়েছে ‘কাদম্বিনী’ এবং ‘ক্ষীরের পুতুল’। সেগুলির প্রোমো দেখানো হয়ে গিয়েছে। সুতরাং সেগুলি কোনও না কোনও স্লটে তো আসবেই।

শুটিং কবে শুরু হতে পারে তার এখনও কোনও সঠিক খবর মেলেনি। তবে, শোনা যাচ্ছে ১৫ জুন থেকে শুরু হতে পারে শুটিং।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here