নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

শুক্রবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাটিগাড়া এলাকায় অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ। এরপর সেখানে একটি স্কুটি আটক করে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার। এরপর দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃতদের নাম মহম্মদ আকতার আলি(২৬) মহম্মদ সাকির আলম(১৯)।

আরও পড়ুনঃ বালুরঘাটে মাটি ধসে গৃহহীন এলাকাবাসী, পরিদর্শনে সাংসদ
আকতার মাটিগাড়া সংলগ্ন বিশ্বাস কলোনি এলাকা ও সাকির উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে যে, ধৃতদের কাছ থেকে ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার অনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা।
তবে উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584