নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর । সেখান থেকে একটি চার চাকা গাড়ি আটক করা হয় । ওই গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় সোনার বিস্কুট। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের নাম বুয়া মায়ঙ্ক জাহাঙ্গীর ও শহীদুল রহমান। দুজনই মণিপুরের বাসিন্দা।

কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর সূত্রে জানা গিয়েছে যে ওই চার চাকা গাড়ি থেকে ৪ কিলো ৯৮০ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। যার অনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৬০ লক্ষ টাকা। এবং উদ্ধার হওয়া সোনার বিস্কুট ইন্দো- মায়ানমার সীমান্ত দিয়ে মণিপুর হয়ে উত্তরপ্রদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

আরও পড়ুনঃ বিনয় তামাংকে নবান্নে তলব মুখ্যমন্ত্রীর
ধৃত দুজনকে এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়। বিচারক জামিনের আবেদন খারিজ করে চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584