বিনা লাইসেন্সে গ্যাস মজুত করার দায়ে গ্রেফতার দুই

0
38

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

বিনা লাইসেন্সে গ্যাস মজুত করার দায়ে ১৮ টি গ্যাস সিলিন্ডার সমেত দুই ব্যক্তিকে গ্রেফতার করলো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ইনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকরা। ধৃতরা হলেন কার্তিক মন্ডল ও সুশীল মন্ডল। প্রথমজনের বাড়ি হিলি থানার ত্রিমোহিনী এলাকায়, দ্বিতীয়জনের বাড়ি হিলিতে বলে পুলিশ জানিয়েছে।

police stations | newsfront.co
নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানা গেছে আজ দুপুরে পুলিশের ইনফোর্সমেন্টের আধিকারিকরা হিলি থানার ত্রিমোহিনী এলাকার একটি স্টেশনারি দোকানে হানা দিয়ে অবৈধ্য ভাবে রাখা ৫ টি গ্যাস ভর্তি সিলিন্ডার আটক করে। বিনা কোন সরকারি কাগজপত্র ছাড়াই এই গ্যাস সিলিন্ডার গুলি সেখানে মজুত রাখা হয়েছিল।

আরও পড়ুনঃ চলছে পুলিশি চেকিং

পুলিশের অনুমান স্টেশনারি দোকানের আড়ালে এখান থেকে অবৈধ্য ভাবে গ্যাসের সিলিন্ডার বেশি দামে বিক্রি করা হয়ে থাকে। পুলিশের আধিকারিকগণ গ্যাস সিলিন্ডার আটক করার পাশাপাশি ওই স্টেশনারির দোকানদার কার্তিক মন্ডলকে গ্রেফতার করে।

gas cylinder | newsfront.co
নিজস্ব চিত্র

এর পাশাপাশি হিলি এলাকায় সুশীল মন্ডলের দোকানে হানা দিয়ে অবৈধ ভাবে মজুত রাখা ১৩ টি গ্যাস সিলিন্ডারের পাশাপাশি প্রায় ৪০ লিটার ডিজেলের ব্যারেল আটক করেছে। কোন কিছুর বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় সুশীল মন্ডলকেও পুলিশের ইনফোর্সমেন্টের অফিসাররা গ্রেফতার করে হিলি থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ ছত্রধরের পর দুই তৃণমূল নেতাকে শালবনিতে জিজ্ঞাসাবাদ করলো এনআইএ -র প্রতিনিধি দল

এদিকে জেলার বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছু জায়গায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ভর্তি সিলিন্ডার মজুত করে বাজারে বিক্রি করা হচ্ছে। যেখানে-সেখানে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত করে ব্যবসা চলায় আতঙ্কিত এলাকাবাসী।

জেলায় বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি গ্যাস বিতরণ কেন্দ্র গড়ে উঠেছে। তা সত্ত্বেও অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার মজুতদারীতে রাশ টানা যাচ্ছে না বলে তাদের অভিযোগ। অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্যাস ডিলার জানিয়েছেন মজুতদারদের কাছে গ্যাস কোথা থেকে আসছে জানা নেই। প্রশাসনের উচিৎ আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান একশো কেজির উপরে গ্যাস মজুত করলে এক্সপ্লোসিভ ও ফায়ার লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। না-হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা।

আরও পড়ুনঃ ২ হাজার কোটি টাকা প্রতারণার দায়ে ধৃত কেরালার চিটফান্ড সংস্থার মালিক

জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত অবশ্য আজকের এই ডি ই বি অফিসারদের বেআইনি গ্যাস মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালানোর বিষয়টি স্বীকার করে নিয়ে জানান ১৮টি গ্যাস সিলিন্ডার ও ৪০ লিটার ডিজেলের ব্যারেল আটক করার পাশাপাশি অবৈধ ভাবে এসব সামগ্রী মজুত রাখার দায়ে ওই দুই মজুতকারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হিলি থানায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পুলিশ তদন্ত জারি রেখেছে বলে পুলিশ সুপার জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here