নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ফের ছোট গাড়ি বোঝাই প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের সেগুন কাঠ উদ্ধার করল জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও বন দফতর ।
গাড়ি সহ আটক করা হল দুই পাচারকারীকে। বন দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বান্ধাপানি বন দফতরের কর্মী, এস,এ,পি এবং মাকরাপাড়া এস,এস,বি জওয়ানরা যৌথ ভাবে মাদারিহাট বীরপাড়া ব্লকের গারোচিরার জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে পাচার হওয়ার আগেই অবৈধ সেগুন কাঠ সহ ২ জনকে হাতেনাতে ধরে ফেলে। দলগাঁও বন দফতরের রেঞ্জার দোরজি শেরপা বলেন,”পাচার হওয়ার আগেই গারোচিরার জঙ্গল এলাকা থেকে সেগুন কাঠ সহ একটি ছোট গাড়ি বাজেয়াপ্ত করা হয়।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত রামমন্দির ট্রাস্টের প্রধান মোহন্ত নিত্যগোপাল দাস
আরও পড়ুনঃ প্রয়াত মুর্শিদাবাদ জেলা পরিষদের বন-ভূমি কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মন্ডল
এছাড়া গারোচিরার বাসিন্দা সারকি প্রধান ও ফালাকাটা ব্লকের খগেনহাট দেওমালির রাম ওরাওঁ নামে ২ যুবককে আটক করা হয়েছে।বাজেয়াপ্ত সেগুন কাঠের বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। ধৃতদের আলিপুরদুয়ার মহকুমা আদালতে তোলা হয়েছে।” প্রসঙ্গত, এক মাসে কয়েক লক্ষ টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার করে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584