নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ

পাচারের আগে ১০কেজি গাঁজা সহ দুই যুবককে গ্রেফতার করলো পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা সহ ওই দুই জনকে গ্রেফতার করে। ধৃত ওই দুই যুবকের বাড়ি মাথাভাঙ্গা থানা এলাকায়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হল সুমন্ত বর্মন (২২) ও বিপ্লব বর্মন। ধৃত দুজনের বাড়ি মাথাভাঙ্গা থানার শিবপুরে ও নিশিগঞ্জ এলাকায়। জানা গেছে, সোমবার ঘোকসাডাঙ্গা থানার ওসি দেবাশিষ রায়ের নেতৃত্বে একদল পুলিশ রাতে সাদা পোশাকে লতাপাতা এলাকায় ওত পেতে বসে ছিল।
আরও পড়ুনঃ বেলদায় তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে
তারই মাঝে একটি বাইকে দুই যুবক ফালাকাটা অভিমুখে যাচ্ছিলেন। পুলিশ বাইকের পিছু ধাওয়া করে বাইকটিকে আটক করে। তাদের কাছ থেকে দুটি প্যাকেটে প্রায় ১০কেজি গাঁজা উদ্ধার হয়। এই কান্ডে জড়িত থাকার দায়ে দুই যুবককে আটক ও পরে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584