শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
কোভিড হাসপাতালগুলিতে করোনা চিকিৎসায় ঠিকঠাক প্রোটোকল মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে এবার বিশেষ ২ টি প্রোটোকল মনিটরিং টিম গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর। প্রতি টিমে ৩ জন করে সদস্য রয়েছেন। সমস্ত সরকারি প্রোটোকল মেনে কোভিড রোগীদের চিকিৎসার মাধ্যমে রাজ্যে মৃত্যুহার কমানো ও সুস্থতা বাড়াতে হাসপাতালগুলি কতটা সক্রিয়, তা খতিয়ে দেখা হবে।
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এই নতুন দু’টি টিমের কাজ হবে সমস্ত কোভিড হাসপাতাল বা যেসব হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসা চলছে, সেখানে আগে থেকে না জানিয়ে হঠাৎ করে পরিদর্শনে যাওয়া। সেখানে গিয়ে কোভিড চিকিৎসার বিস্তারিত পদ্ধতি তাঁরা খতিয়ে দেখবেন।
শুধু চিকিৎসাই নয়, সেই হাসপাতালে কোনও কোভিড রোগীর মৃত্যু হলেও সেই সংক্রান্ত মেডিক্যাল রেকর্ড খতিয়ে দেখবে এই বিশেষ কমিটি। করোনা আক্রান্তদের মধ্যে যাঁদের কো-মরবিডিটি আছে তাঁদের কো-মরবিডিটির চিকিৎসা হচ্ছে কি না তাও দেখা হবে।
আরও পড়ুনঃ বাতিল উচ্চমাধ্যমিকের বাকি তিন পরীক্ষা
জানা গিয়েছে, প্রথম টিমটিতে যে তিন জন চিকিৎসক রয়েছেন, তাঁরা হলেন ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর অমিতাভ চক্রবর্তী, ওই হাসপাতালেরই সহ-অধ্যাপক ডক্টর সুজয় সরকার এবং মেডিক্যাল অফিসার ডক্টর সৌরভ কুণ্ডু। দ্বিতীয় টিমটিতে রয়েছেন এসএসকেএমের মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর নন্দিনী চট্টোপাধ্যায়, সহ-অধ্যাপক ডক্টর সটিক সিদ্ধান্ত এবং মেডিক্যাল অফিসার ডক্টর পরিমল মজুমদার।
বিভিন্ন হাসপাতালে কোভিড প্রোটোকল মেনে চিকিৎসা হচ্ছে না, এমন অভিযোগ উঠেছিল আগেই। এবার সেটা খতিয়ে দেখার জন্যই তৈরি করা হল এই বিশেষ প্রোটোকল মনিটরিং টিম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584