মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহার জেলা জুড়ে যেভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে চিন্তিত জেলা প্রশাসন। এরই মাঝে দুই স্কুল পড়ুয়ার দেহে মিলল করোনা সংক্রমণের হদিস। এর ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহ এলাকায় ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, করোনায় আক্রান্ত ওই দুই পড়ুয়া জামালদহ তুলসীদেবী উচ্চমাধ্যমিক স্কুলের ছাত্র – ছাত্রী। আক্রান্ত ওই ২ পড়ুয়াদের মধ্যে ১জন দশম শ্রেণীর ছাত্র ও অপরজন দ্বাদশ শ্রেণীর ছাত্রী। স্কুল পড়ুয়াদের আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক আতঙ্ক-র সৃষ্টি হয়েছে । উদ্বেগ ছড়িয়েছে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক মহলেও। আক্রান্তরা কোনওভাবে করোনা রোগীর সংস্পর্শে এসেছিলেন কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন।
জানা গেছে, ওই দুই আক্রান্ত পড়ুয়াদের মধ্যে ১জন পড়ুয়ার বাড়িতে ইতিমধ্যে করোনা রোগীর সন্ধান মিলেছে। সেখান থেকেই তার শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুনঃ বিজেপি কর্মীকে মারধর, অভিযোগ তৃণমূলের দিকে
প্রসঙ্গত, কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকে শুক্রবার জেলা স্বাস্থ্য দফতরের বুলেটিনে উল্লেখ রয়েছে ৯ জন করোনা আক্রান্ত হওয়ার। তার মধ্যে জামালদহে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। প্রশাসন আক্রান্তদের বসতি এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584